মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল অভিযান চালিয়েছে। আজ রোববার (১ জুন) দুপুরে দুর্নীতি দমন কমিশন মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে দুদক কর্মকর্তারা বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন। এ ছাড়া হাসপাতালে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের শকুনী মৌজায় ৩০ কোটি টাকা ব্যয়ে ৭ তলাবিশিষ্ট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ভবন নির্মাণ করা হয়। নির্মাণ শেষে মাদারীপুর গণপূর্ত অধিদপ্তর ২০১৯ সালের ১২ নভেম্বর স্বাস্থ্য বিভাগের কাছে এটি হস্তান্তর করে। পরে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি হাসপাতালটির উদ্বোধন করা হয়। এরপর ৩ কোটি টাকার ১০ শয্যার আইসিইউ ইউনিটের বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়। রোগীদের সেবা দেওয়ার জন্য ২০২৩ সালের নভেম্বর মাসে আইসিইউর উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই আইসিইউটির কক্ষ তালাবদ্ধ থাকে। এতে মাদারীপুর জেলার রোগীরা ১০ শয্যার আইসিইউ ইউনিটের কোনো সেবাই পাচ্ছে না। হাসপাতালে সিটিস্ক্যান মেশিন আছে। সেটিও দীর্ঘদিন ধরে বন্ধ। এ ছাড়া হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ রয়েছে। হাসপাতালটির সাবেক প্রধান সহকারী কাম হিসাবরক্ষক গোলাম কাওসার মিয়ার বিরুদ্ধে ভাউচার ছাড়া ২৬ লাখ টাকার তেলের বিল উত্তোলন করার অভিযোগ উঠেছে। এসব বিষয়ে এক ভুক্তভোগী দুদকের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। বিষয়টি আমলে নিয়ে প্রধান কার্যালয়ের নির্দেশে তদন্তে নামে মাদারীপুর কার্যালয়ের কর্মকর্তারা।
দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, ‘হাসপাতালের নানান অভিযোগ ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখছে দুদক। প্রাথমিকভাবে বিভিন্ন বিষয়ের সত্যতাও পাওয়া গেছে। পাশাপাশি নথিপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতালটির সাবেক প্রধান সহকারী কাম হিসাবরক্ষক গোলাম কাওসার মিয়ার বিরুদ্ধেও অভিযোগ আমাদের কাছে আছে।’
মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল অভিযান চালিয়েছে। আজ রোববার (১ জুন) দুপুরে দুর্নীতি দমন কমিশন মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে দুদক কর্মকর্তারা বিভিন্ন নথিপত্র যাচাই-বাছাই করেন। এ ছাড়া হাসপাতালে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন তাঁরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের শকুনী মৌজায় ৩০ কোটি টাকা ব্যয়ে ৭ তলাবিশিষ্ট ২৫০ শয্যা জেলা হাসপাতালের ভবন নির্মাণ করা হয়। নির্মাণ শেষে মাদারীপুর গণপূর্ত অধিদপ্তর ২০১৯ সালের ১২ নভেম্বর স্বাস্থ্য বিভাগের কাছে এটি হস্তান্তর করে। পরে ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি হাসপাতালটির উদ্বোধন করা হয়। এরপর ৩ কোটি টাকার ১০ শয্যার আইসিইউ ইউনিটের বিভিন্ন যন্ত্রপাতি কেনা হয়। রোগীদের সেবা দেওয়ার জন্য ২০২৩ সালের নভেম্বর মাসে আইসিইউর উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই আইসিইউটির কক্ষ তালাবদ্ধ থাকে। এতে মাদারীপুর জেলার রোগীরা ১০ শয্যার আইসিইউ ইউনিটের কোনো সেবাই পাচ্ছে না। হাসপাতালে সিটিস্ক্যান মেশিন আছে। সেটিও দীর্ঘদিন ধরে বন্ধ। এ ছাড়া হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ রয়েছে। হাসপাতালটির সাবেক প্রধান সহকারী কাম হিসাবরক্ষক গোলাম কাওসার মিয়ার বিরুদ্ধে ভাউচার ছাড়া ২৬ লাখ টাকার তেলের বিল উত্তোলন করার অভিযোগ উঠেছে। এসব বিষয়ে এক ভুক্তভোগী দুদকের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। বিষয়টি আমলে নিয়ে প্রধান কার্যালয়ের নির্দেশে তদন্তে নামে মাদারীপুর কার্যালয়ের কর্মকর্তারা।
দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, ‘হাসপাতালের নানান অভিযোগ ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখছে দুদক। প্রাথমিকভাবে বিভিন্ন বিষয়ের সত্যতাও পাওয়া গেছে। পাশাপাশি নথিপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। হাসপাতালটির সাবেক প্রধান সহকারী কাম হিসাবরক্ষক গোলাম কাওসার মিয়ার বিরুদ্ধেও অভিযোগ আমাদের কাছে আছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে