Ajker Patrika

মেঝেতে পড়ে ছিল নারীর মরদেহ, স্বামী পলাতক

শ্রীপুর প্রতিনিধি
মেঝেতে পড়ে ছিল নারীর মরদেহ, স্বামী পলাতক

গাজীপুরের শ্রীপুর থেকে নারী শ্রমিক সুইটি আক্তারের (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা ওই নারীর স্বামী তাঁকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ রেখে পালিয়েছেন। 

আজ সোমবার সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। দুপুরে শ্রীপুর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। গলায় আঘাতের চিহ্ন ছিল, মরদেহটি ঘরের মেঝেতে পড়েছিল। 

পাশের বাড়ির ভাড়াটিয়া রুহুল আমিন জানান, তাঁদের মধ্যে প্রায় ঝগড়া লাগত। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে সুইটির স্বামী তাঁকে শ্বাসরোধে হত্যা করেছেন। ঘটনার পর তিনি পালিয়েছেন। মৃত নারীর গলার বামপাশে আঘাতের চিহ্ন রয়েছে। 

স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, সুইটি স্থানীয় এশিয়ান কম্পোজিট নামের একটি কারখানায় চাকরি করতেন। তাঁর স্বামী পাশের জাবের স্পিনিং মিলের শ্রমিক। প্রায় এক মাস ধরে ওই বাড়িতে বাসা ভাড়া থাকতেন। আজ সকাল ১০টার দিকে ওই ঘরের ভেতর সুইটির মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই। 

গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন বলেন, নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ। লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত