শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর পাশে নির্মাণ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক মানের স্ট্যাচু। এ উপলক্ষে আজ শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক সেতুসংলগ্ন উপজেলার কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকার পদ্মার পাড় পরিদর্শন করেছেন।
পদ্মার পাড় পরিদর্শনের সময় মন্ত্রী মোজাম্মেল হকের সঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসারাত চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর পাশে শিবচরে পদ্মার পাড়ে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধুর স্ট্যাচু নির্মাণ করা হবে। এখানে মিউজিয়ামসহ আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে।’
বঙ্গবন্ধুর নামে অনেক আগেই স্ট্যাচু নির্মাণ করা উচিত ছিল বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিক মানের স্ট্যাচু করা হবে যাতে দেশি-বিদেশি পর্যটক এখানে আসেন। দেশের সব এলাকার মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে।’
মন্ত্রী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা-ভারতে স্ট্যাচু আছে। আমরা আকর্ষণীয়ভাবে এটা (বঙ্গবন্ধুর স্ট্যাচু) করব। আন্তর্জাতিক মানের একটি কনভেনশন সেন্টারও এখানে অনুমোদিত হয়েছে। এতে এখানে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।’
পদ্মা সেতু বাঙালির গর্বের বিষয়। পদ্মা সেতুর পাশে স্ট্যাচু করা হলে বিভিন্ন বিষয় সামঞ্জস্য হবে বলে উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি পর্যটক পদ্মা সেতু দেখতে পারবে, একই সঙ্গে স্ট্যাচু ও কনভেনশন সেন্টারও দেখতে পারবে। এর ফলে একটি আকর্ষণীয় ব্যাপার হবে পদ্মার পাড়ে। এই এলাকার উন্নয়ন হবে।’
এ সময় চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, ‘পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধুর স্ট্যাচু নির্মিত হলে দেশ-বিদেশ থেকে মানুষ এখানে আসবে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ও পদ্মা সেতু একসঙ্গে ভীষণ একটা আবেগ এখানে কাজ করবে। সুন্দর মনোরম একটা জায়গা মন্ত্রী পছন্দ করছেন। এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’
মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর পাশে নির্মাণ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্তর্জাতিক মানের স্ট্যাচু। এ উপলক্ষে আজ শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক সেতুসংলগ্ন উপজেলার কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকার পদ্মার পাড় পরিদর্শন করেছেন।
পদ্মার পাড় পরিদর্শনের সময় মন্ত্রী মোজাম্মেল হকের সঙ্গে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসারাত চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুর পাশে শিবচরে পদ্মার পাড়ে আন্তর্জাতিক মানের বঙ্গবন্ধুর স্ট্যাচু নির্মাণ করা হবে। এখানে মিউজিয়ামসহ আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা থাকবে।’
বঙ্গবন্ধুর নামে অনেক আগেই স্ট্যাচু নির্মাণ করা উচিত ছিল বলে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিক মানের স্ট্যাচু করা হবে যাতে দেশি-বিদেশি পর্যটক এখানে আসেন। দেশের সব এলাকার মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে।’
মন্ত্রী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকা-ভারতে স্ট্যাচু আছে। আমরা আকর্ষণীয়ভাবে এটা (বঙ্গবন্ধুর স্ট্যাচু) করব। আন্তর্জাতিক মানের একটি কনভেনশন সেন্টারও এখানে অনুমোদিত হয়েছে। এতে এখানে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।’
পদ্মা সেতু বাঙালির গর্বের বিষয়। পদ্মা সেতুর পাশে স্ট্যাচু করা হলে বিভিন্ন বিষয় সামঞ্জস্য হবে বলে উল্লেখ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি পর্যটক পদ্মা সেতু দেখতে পারবে, একই সঙ্গে স্ট্যাচু ও কনভেনশন সেন্টারও দেখতে পারবে। এর ফলে একটি আকর্ষণীয় ব্যাপার হবে পদ্মার পাড়ে। এই এলাকার উন্নয়ন হবে।’
এ সময় চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, ‘পদ্মা সেতুর পাশে বঙ্গবন্ধুর স্ট্যাচু নির্মিত হলে দেশ-বিদেশ থেকে মানুষ এখানে আসবে। বঙ্গবন্ধুর স্ট্যাচু ও পদ্মা সেতু একসঙ্গে ভীষণ একটা আবেগ এখানে কাজ করবে। সুন্দর মনোরম একটা জায়গা মন্ত্রী পছন্দ করছেন। এ জন্য সবাইকে ধন্যবাদ জানাই।’
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
২৯ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে