Ajker Patrika

কর্মশালায় বক্তারা: হিজড়াদের অধিকার সুরক্ষায় আলাদা আইন দরকার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কর্মশালায় বক্তারা: হিজড়াদের অধিকার সুরক্ষায় আলাদা আইন দরকার 

ট্রান্সজেন্ডার ও হিজড়া সম্প্রদায়ের অধিকার সুরক্ষায় বাংলাদেশে আলাদা আইন প্রণয়ন প্রয়োজন। বৈষম্যমূলক আইন, নীতি এবং অনুশীলনের কারণে ট্রান্সজেন্ডার ও হিজড়া সম্প্রদায়ের মানুষসহ যৌন বৈচিত্র্যময় ব্যক্তিরা এখনো তাঁদের দৈনন্দিন জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। সাধারণত তাঁদের পরিচয় গোপন করে জীবন যাপন করতে হয়।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ট্রান্সজেন্ডার এবং হিজড়া সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে তথ্য অধিকার আইনের (আরটিআই) ব্যবহারের ওপর তিন দিন ব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ এই কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, ‘ট্রান্সজেন্ডার এবং হিজড়া সম্প্রদায়ের মানুষের অধিকার নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। বাংলাদেশের সংবিধান সবাইকে সমান অধিকার দিয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশনে দলিত, হিজড়া, ধর্মীয়, জাতিগত, অনাগরিক এবং অন্যান্য সংখ্যালঘুদের অধিকার সংক্রান্ত কমিটি আছে। আমরা ট্রান্সজেন্ডার এবং হিজড়া সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে অ্যাডভোকেসি করব।’

আর্টিকেল নাইনটিনের আন্তর্জাতিক সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর ডেভিড ডিয়াজ-জোগেক্স বলেন, ‘সম্প্রতি স্পেন সরকার ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষের স্বীকৃতি ও অধিকার রক্ষায় আইন প্রণয়ন করেছে। ট্রান্সজেন্ডার এবং হিজড়া সম্প্রদায়ের মানুষকে তাঁদের অধিকার নিয়ে সোচ্চার হতে হবে। সমাজে পরিবর্তন আনার যেকোনো প্রচেষ্টায় বাধা আসে কিন্তু এই সব বাধা দূর করেই আমাদের এগিয়ে যেতে হবে।’

নো পাসপোর্ট ভয়েস এর ট্রান্সজেন্ডার অধিকার বিষয়ক শুভেচ্ছা দূত হো চি মিন ইসলাম বলেন, ‘বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশ থেকে এগিয়ে আছে। তবে এসব দেশে ট্রান্সজেন্ডার এবং হিজড়া সম্প্রদায়ের জন্য আইন আছে ও তাদের অধিকার সুরক্ষায় বোর্ড থাকলেও বাংলাদেশে নেই। ফেলোশিপ, লিডারশিপ প্রশিক্ষণ ও এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে ট্রান্সজেন্ডার এবং হিজড়া সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করা মানুষের নেতৃত্বের উন্নয়ন ঘটাতে হবে।’

আয়োজকেরা জানান, দেশব্যাপী ট্রান্সজেন্ডার এবং হিজড়া সম্প্রদায়ের মানুষের অধিকার নিয়ে কাজ করে এমন ৩০টি কমিউনিটি ভিত্তিক অর্গানাইজেশনের ৩০ জন প্রতিনিধি যারা নিজেরাও ট্রান্সজেন্ডার এবং হিজড়া সম্প্রদায়ের অধিভুক্ত এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। তথ্য ব্যবহার করে কীভাবে নিজের ও স্থানীয় সম্প্রদায়ের জীবনমানের উন্নয়ন করা যায় এর ওপর তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।   

আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের রাজনৈতিক বিষয়ক প্রথম সচিব কর স্টৌটেন, রিসার্চ ইনিসিয়েটিভস বাংলাদেশের আরটিআই বিষয়ক সহকারী পরিচালক অ্যাডভোকেট রুহি নাজ প্রমুখ। অনুষ্ঠানে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার সিনিয়র প্রোগ্রাম অফিসার মরিয়ম শেলি ট্রান্সজেন্ডার এবং হিজড়া সম্প্রদায়ের মানুষের অধিকার সুরক্ষায় আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত