Ajker Patrika

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ১২ পদে বিএনপি ও ১০ পদে আ.লীগের জয়

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচনে ১২ পদে বিএনপি ও ১০ পদে আ.লীগের জয়

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীরা আওয়ামী পন্থীদের চেয়ে বেশি পদে জয়লাভ করেছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আছলাম হোসেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উত্তেজনা, উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৪—২০২৫ অনুষ্ঠিত হয়। 

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২২টি পদের মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল থেকে সাধারণ সম্পাদকসহ ১২টি পদে এবং বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল থেকে সভাপতিসহ ১০টি পদে বিজয়ী হয়েছেন।

নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট রফিক উদ্দিন আহমেদ পেয়েছেন ১০১০ ভোট, তার নিকতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. সহিদুজ্জামান পেয়েছেন ৮০১ ভোট। সাধারণ সম্পাদক পদে ১২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. বারীউল সিদ্দিকী পেয়েছেন ৫৪২ ভোট। 

অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি পদে অ্যাডভোকেট হাসিনা আক্তার জাহান বীথি (১০১৬ ভোট), মোহাম্মদ দিলেমার ইসলাম (৯৩৯ ভোট), সহসাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম (৮৮৯ ভোট), কোষাধ্যক্ষ মোহাম্মদ রাশেদ খান সোহেল (১০৩০ ভোট), লাইব্রেরি সম্পাদক মো. সবুজ মিয়া (৯২২ ভোট), অডিটর মো. আল আমিন হোসেন (৯৫৭ ভোট), সাংস্কৃতিক সম্পাদক উসমান গণি টিটু (৮৯৩ ভোট), ক্রীড়া সম্পাদক মো. বেনজীর আহমেদ (৯৬০ ভোট) ও মহিলা সম্পাদিকা জিন্নাত ফেরদৌস রত্না (৮৯৯ ভোট)। 

এ ছাড়াও সদস্য পদে নাজমুল হাসান (কামরুল), মো. মাকসুদুর রহমান ভূঁইয়া (মাসুদ), আব্দুল্লাহ আল মামুন, মো. আল আমিন, মো. লুৎফর রহমান প্রধান, আশিক ইবনে মানিক (নাবিল), রেবেকা সুলতানা, মো. সোহেল রানা, রফিকুল ইসলাম রফিক, সেলিনা ইয়াসমিন, শেখ নাহিদ ফারহানা নির্বাচিত হয়েছেন।

সদ্য বিজয়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার অবস্থান সব সময় অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে। গত কমিটি যে অনিয়ম ও দুর্নীতি করেছে, একটি মামলা হয়েছে ১ কোটি ৯৪ লাখ টাকার সেটি উদ্ধার ও মামলা পরিচালনায় আমি নিজেকে নিয়োজিত করব। স্বচ্ছতা আনার জন্য আইনজীবীদের ওকলাত বিল, বেলবন্ট বিক্রির টাকার সঠিক ব্যবহারের বিষয়টির প্রতি গুরুত্ব দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত