নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার রাত ৯টার দিকে কাকলির বিভিন্ন মেস, হোটেলে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ।
গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, ‘বনানী ও কাকলি এলাকায় অভিযান চালানো হয়েছে। গোয়েন্দা তথ্য ছিল জঙ্গি আছে, তাই এই অভিযান চালানো হয়। দুই ঘণ্টাব্যাপী অভিযান চলে। যাদের খুঁজছি, তাঁদের কাউকে পাওয়া যায়নি।’
বনানী থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল আদালত থেকে পালানো জঙ্গি এবং তাদের অনুসারীরা এই এলাকায় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে আমরা রাজধানীর বনানীর কাকলি এলাকায় অভিযান পরিচালনা করেছি।’
অভিযানে কেউ আটক হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওসি নুরে আযম মিয়া বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে অভিযান শেষে এ বিষয়ে বলা যাবে। কাকলি এলাকার হোটেল এবং মেসে অভিযান চলছে।’
বনানীর হোটেল ইনসাফ আবাসিকের আশপাশের বেশ কয়েকটি দোকানের কর্মচারী ও আবাসিক হোটেলের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুদিন থেকেই এই এলাকার আবাসিক হোটেলগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
‘ঢাকা মেস’ নামে এক আবাসিক হোটেলেও তল্লাশি চালানো হয়। অভিযানের বিষয়ে নৈশকালীন দায়িত্ব থাকা এক কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে অধিকাংশ অতিথি বিদেশগামী লোকজন। এছাড়া বিদেশ যাওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষা করতে আসা লোকজনও রয়েছে। আমাদের মেসের অধিকাংশ অতিথি গ্রামের লোকজন। ভাড়া অল্প হওয়ায় গ্রামের বিদেশগামী যাত্রীরা আসেন আমাদের এখানে।’
হোটেলে অবস্থান করা মালয়েশিয়াগামী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমাদের কক্ষে আমরা ৪ জন ছিলাম। এর মধ্যে আমরা দুজন আগামীকাল মালয়েশিয়া যাব বলে আজ এখানে উঠেছি। আর বাকি দুজন আমাদের স্বজন। রাত ১০টায় পুলিশ আমাদের কক্ষে প্রবেশ করে এবং আমাদের ব্যাগ তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে পুলিশ জিজ্ঞাসা করে, ‘‘আমাদের বাড়ি কোথায়, ঢাকায় কেন এসেছি এবং মেসে কেন উঠেছি।’ ’ আমরা তখন মালয়েশিয়া যাওয়ার কথা পুলিশকে বলি। পরে আমাদের পাসপোর্ট ও ভিসা চেক করে। এসব দেখে পুলিশ সন্তুষ্ট হয়ে আমাদের রুম থেকে বের হয়ে যায়।’
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ শনিবার রাত ৯টার দিকে কাকলির বিভিন্ন মেস, হোটেলে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগ।
গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, ‘বনানী ও কাকলি এলাকায় অভিযান চালানো হয়েছে। গোয়েন্দা তথ্য ছিল জঙ্গি আছে, তাই এই অভিযান চালানো হয়। দুই ঘণ্টাব্যাপী অভিযান চলে। যাদের খুঁজছি, তাঁদের কাউকে পাওয়া যায়নি।’
বনানী থানার অফিসার ইনচার্জ নূরে আযম মিয়া বলেন, ‘আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল আদালত থেকে পালানো জঙ্গি এবং তাদের অনুসারীরা এই এলাকায় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে আমরা রাজধানীর বনানীর কাকলি এলাকায় অভিযান পরিচালনা করেছি।’
অভিযানে কেউ আটক হয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওসি নুরে আযম মিয়া বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে অভিযান শেষে এ বিষয়ে বলা যাবে। কাকলি এলাকার হোটেল এবং মেসে অভিযান চলছে।’
বনানীর হোটেল ইনসাফ আবাসিকের আশপাশের বেশ কয়েকটি দোকানের কর্মচারী ও আবাসিক হোটেলের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুদিন থেকেই এই এলাকার আবাসিক হোটেলগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
‘ঢাকা মেস’ নামে এক আবাসিক হোটেলেও তল্লাশি চালানো হয়। অভিযানের বিষয়ে নৈশকালীন দায়িত্ব থাকা এক কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘আমাদের এখানে অধিকাংশ অতিথি বিদেশগামী লোকজন। এছাড়া বিদেশ যাওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষা করতে আসা লোকজনও রয়েছে। আমাদের মেসের অধিকাংশ অতিথি গ্রামের লোকজন। ভাড়া অল্প হওয়ায় গ্রামের বিদেশগামী যাত্রীরা আসেন আমাদের এখানে।’
হোটেলে অবস্থান করা মালয়েশিয়াগামী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমাদের কক্ষে আমরা ৪ জন ছিলাম। এর মধ্যে আমরা দুজন আগামীকাল মালয়েশিয়া যাব বলে আজ এখানে উঠেছি। আর বাকি দুজন আমাদের স্বজন। রাত ১০টায় পুলিশ আমাদের কক্ষে প্রবেশ করে এবং আমাদের ব্যাগ তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে পুলিশ জিজ্ঞাসা করে, ‘‘আমাদের বাড়ি কোথায়, ঢাকায় কেন এসেছি এবং মেসে কেন উঠেছি।’ ’ আমরা তখন মালয়েশিয়া যাওয়ার কথা পুলিশকে বলি। পরে আমাদের পাসপোর্ট ও ভিসা চেক করে। এসব দেখে পুলিশ সন্তুষ্ট হয়ে আমাদের রুম থেকে বের হয়ে যায়।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
১২ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১৪ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে