Ajker Patrika

সরকারি কোয়ার্টার থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১০: ১৬
সরকারি কোয়ার্টার থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

রাজধানীর এলিফ্যান্ট রোডের হাসপাতাল কোয়ার্টারের একটি কক্ষ থেকে মাজহারুল ইসলাম রানা (২৬) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) ডিসিপ্লিন শাখায় কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে মরদেহটি উদ্ধার করে নিউমার্কেট থানার পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়। মাজহারুল নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দিঘলদী গ্রামের বাসিন্দা। ২০১৬ সালে পুলিশ সদস্য হিসেবে চাকরিতে যোগ দেন তিনি। তিনি অবিবাহিত ছিলেন। 

নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. মাকছুদুর রহমান জানান, খবর পেয়ে বেলা ২টার দিকে নিউমার্কেট থানার মেডিকেল স্টাফ কোয়ার্টারের ৩ নম্বর ভবনের নিচতলার একটি কক্ষ থেকে মাজহারুলের মরদেহ উদ্ধার করা হয়। দরজার পাশে মেঝেতে মরদেহটি পড়ে ছিল। কক্ষের দরজা খোলা ছিল। তবে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে একটি গামছা ঝোলানো ছিল। মাজহারুলের গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত