Ajker Patrika

রাজধানীতে ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে ৬ কর্মচারী দগ্ধ

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫০
রাজধানীতে ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে ৬ কর্মচারী দগ্ধ

রাজধানীর কলাবাগানে আল বারাকা নামে একটি ক্যাফেটেরিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ছড়িয়ে পড়া আগুনে ছয় কর্মচারী দগ্ধ হয়েছে। তাদের চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন ক্যাফেটেরিয়ার ওয়েটার সারোয়ার হোসেন (১৬), ফয়সাল আহমেদ (১৬), ফরহাদ চৌধুরী (১৭), তামিম (১৮), নাহিদ (২০), সবুজ (৩৫)। 

প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. হাবিবুর রহমান জানান, সকালে রেস্টুরেন্টটি খোলার পর কর্মচারীরা কাজ শুরু করেছিল। গ্যাসের চুলার সঙ্গে সংযুক্ত থাকা পুরোনো খালি গ্যাস সিলিন্ডারটির লাইন খুলে নতুন সিলিন্ডার লাগাচ্ছিল তারা। পুরোনো সিলিন্ডারটির মুখ খুলে ভেতর থাকা বাকি গ্যাসটুকু বের করে দিচ্ছিল, তখন সেই গ্যাস বের হয়ে পাশে থাকা জ্বলন্ত চুলার আগুনের সংস্পর্শে জ্বলে ওঠে। এতে পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা দগ্ধ হয়। 

ম্যানেজার আরও জানান, ঘটনার পরপরই তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে নাহিদ (২০) ও সবুজকে (৩৫) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইউব হোসেন বলেন, চারজনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে সারোয়ারের শরীরের ১৬ শতাংশ, ফয়সালের ১ শতাংশ, তামিমের ১ শতাংশ ও ফরহাদের ২ শতাংশ দগ্ধ হয়েছে। এদের মধ্যে সারোয়ারকে ভর্তি নেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত