Ajker Patrika

২০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমিতি, গ্রাহকদের মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২২, ১৩: ৩৬
২০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা সমিতি, গ্রাহকদের মানববন্ধন

নরসিংদীতে শাহ সুলতান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গ্রাহকদের প্রায় ২০০ কোটি টাকা নিয়ে পালিয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিজেদের বিনিয়োগের টাকা ফিরে পেতে মানববন্ধন করেছেন ওই সমিতির গ্রাহকেরা। আজ শনিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এতে ওই সমিতির শতাধিক গ্রাহক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে গ্রাহকেরা বলেন, ইসলামী শরীয়াহ মোতাবেক ব্যবসায়িক মুনাফার প্রলোভন দেখিয়ে অসংখ্য গ্রাহকের কাছ থেকে ২০০ কোটি টাকা আমানত সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। শাহ সুলতান টেক্সটাইল মিল, শাহ সুলতান প্রোপার্টিজ, মার্কেটসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা ও লাভজনক ব্যবসার প্রলোভন দেখানোয় বাড়তে থাকে গ্রাহকের সংখ্যা। পরে চলতি বছরের জানুয়ারি মাস থেকে উধাও হয়ে যায় সমিতির পরিচালনা পর্ষদে থাকা লোকজন। এতে বিনিয়োগ করে প্রতারণার শিকার হয়ে পথে বসেছেন হাজারো গ্রাহক।

ভুক্তভোগী গ্রাহকেরা আরও বলেন, আমানতের টাকা ফিরে পেতে থানা ও জেলা প্রশাসকসহ স্থানীয় সমবায় দপ্তরে লিখিত অভিযোগ করেছেন গ্রাহকেরা। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এ সময় সমিতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিনিয়োগের টাকা ফিরে পাওয়ার দাবি জানানো হয় মানববন্ধনে। 

মানববন্ধনে ভুক্তভোগী গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আজিজুল হক, বুরুজ মিয়া, রুশিয়ারা বেগম, ইকবাল হোসেন ও হাবিবুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত