Ajker Patrika

শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৫: ২৭
শেখ হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে র‍্যাবের হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদারকে হত্যার অভিযোগে শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রেশমা সুলতানা। 

বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোরাদ হোসেন সেলিম। 

মামলার অপর আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়াও অজ্ঞাতনামা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন/অধস্তন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। 

মামলার অভিযোগে বলা হয়েছে—আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে ‍র‍্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি বর্ষণ করেন। গত ১৯ জুলাই সন্ধ্যা ৬টার সময় আন্দোলন চলাকালে বাদীর স্বামী রংপুর কেমিক্যাল লিমিটেডের অফিস সহকারী ফিরোজ তালুকদার মিরপুর ১০ নম্বর গোলচত্বর অতিক্রম করছিলেন। এ সময় র‍্যাব লেখা হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করা হয়। বাদীর স্বামী গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত