Ajker Patrika

রাজধানীর আগারগাঁও

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকার

  • জেনারেটর রুমে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত।
  • পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
  • প্রায় ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৭: ৫০
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া জেনারেটর। ছবি: আজকের পত্রিকা
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া জেনারেটর। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল সোমবার আগুন লাগে। পৌনে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের সূত্র জানায়, সকাল ৯টার দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের চারতলা ভবনের নিচতলায় জেনারেটর রুমে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোহাম্মদপুরের লালমাটিয়ার দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টা ৪৬ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, তাঁদের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৫০ লাখ টাকার সম্পদ উদ্ধার করেছেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, শর্টসার্কিট থেকে স্পার্ক করে জেনারেটর রুমে আগুন লাগে। জেনারেটরের কিছু ক্ষতি হয়েছে। অন্য কোথাও আগুন ছড়িয়ে পড়েনি, বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত