Ajker Patrika

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, দুই দফা টোল আদায় বন্ধ

প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২১, ১৩: ৫৬
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, দুই দফা টোল আদায় বন্ধ

ভূঞাপুর (টাঙ্গাইল): ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সেতুর পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত ১৭ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের চাপ বাড়ায় রাত থেকে সকাল পর্যন্ত দুই দফায় সেতুতে টোল আদায় বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়।

আজ ভোর থেকে মহাসড়কের বঙ্গবন্ধু পূর্ব পাড় থেকে এলেঙ্গা পর্যন্ত গাড়ির দীর্ঘ সারি লক্ষ করা গেছে। কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে যানজটের। ফলে রাত থেকে ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা। এ ছাড়া ঢাকামুখী কাঁচামাল বহনকারী পরিবহনগুলো বেশি বিপাকে পড়েছে। তবে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট থানা–পুলিশের সদস্যরা কাজ করছেন।

বঙ্গবন্ধু সেতু সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর থেকেই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে বঙ্গবন্ধু সেতুতে রাতে পূর্ব টোল প্লাজায় এবং সকালে পশ্চিম পাড়ে টোল আদায় বন্ধ ছিল। এতে করে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়।

পুলিশ ও চালকেরা জানান, সোমবার (৭ জুন) সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ায় মহাসড়কে গাড়ি ধীরগতিতে চলাচল করায় গাড়ির চাপ বেড়ে যায়। অন্যদিকে সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় আধা ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। পরে ভোর থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, সিরাজগঞ্জ অংশে মহাসড়কে যানজটের কারণে টোল আদায় দুই দফা আধা ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া বৃষ্টির কারণে মহাসড়কে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে গাড়ি চলাচল করছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। শিগগিরই যান চলাচল স্বাভাবিক হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত