Ajker Patrika

মনোহরদীতে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১০: ৩৭
মনোহরদীতে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত

নরসিংদীর মনোহরদীতে পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার অর্জুনচর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় কামরুল আহসান কাজল (৫০) নামে এক ফার্নিচার ব্যবসায়ী এবং মনোহরদী-হেতিমদী সড়কের লাখপুরে বিদ্যুতায়িত হয়ে সোহেল নামে আরেক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়।

কাজল মিয়া মনোহরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মৃত শমসের আলীর ছেলে এবং সোহেল মিয়ার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ।

কাজল মিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ১০টার দিকে ব্যবসার কাজে এক সঙ্গীসহ মোটরসাইকেল চালিয়ে তিনি উপজেলার মৌলভীবাজার চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। এ সময় অর্জুনচর মালেক মেম্বারের বাড়িসংলগ্ন কালভার্টের কাছে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল তাঁদের ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে কাজল মিয়া গুরুতর আহত হন। এ সময় উপস্থিত লোকজন উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কাজল মিয়ার মনোহরদী বাসস্ট্যান্ডে ফার্নিচারের ব্যবসা করতেন। দুর্ঘটনায় অন্য মোটরসাইকেলে থাকা ইসমাইল হোসেন (২০) ও তামিম (১৭) গুরুতর আহত হয়েছে।

অন্যদিকে মনোহরদীর হেতিমদী-সাগরদী সড়কের কালভার্ট নির্মাণকাজের রড সোজা করতে গিয়ে ওপরে থাকা বৈদ্যুতিক তারে লেগে নির্মাণশ্রমিক সোহেল মিয়া বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। নিহত শ্রমিকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, মনোহরদীর হেতিমদী-সাগরদী নতুন রাস্তায় কালভার্ট নির্মাণকাজের শ্রমিক হিসেবে কাজে আসে চাঁপাইনবাবগঞ্জের কলেজছাত্র সোহেল (১৭)। আজ সকাল ৭টার দিকে নির্মাণাধীন কালভার্টের রড সোজা করতে গিয়ে ওপরে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয় সে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে বলে স্থানীয় লোকজন জানান। তার সহকর্মী শ্রমিকদের সূত্রে জানা যায়, নিহত শ্রমিক সোহেল গোমস্তাপুর পিএম ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। ছুটিতে সে এখানে বন্ধুদের সঙ্গে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতে আসে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, বিদ্যুতায়িত নির্মাণশ্রমিকের মৃত্যুর পরপরই মরদেহ তার বাড়িতে (চাঁপাইনবাবগঞ্জ) নিয়ে গেছে। তা ছাড়া মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি কেউ জানায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত