Ajker Patrika

জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও কোষাধ্যক্ষের পদত্যাগ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সোমবার শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শহীদ ও আহতদের পরিবারের। ছবি: আজকের পত্রিকা
সোমবার শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শহীদ ও আহতদের পরিবারের। ছবি: আজকের পত্রিকা

‎জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর এবং কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা।

আজ সোমবার সকাল ১১টায় শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

‎মানববন্ধনে পরিবারের সদস্যরা দাবি করেন, সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাহী কর্মকর্তা জুলাই আন্দোলনের শহীদ ও আহত পরিবারের কেউ নন। বরং এই পদপ্রাপ্ত দুজন ফ্যাসিস্টের সহযোগী।

‎‎কয়েকদিন আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক সভা শেষে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ওয়াকার আহমেদ শহীদ ইয়ামিনের বাবা এবং আহতেদের পাগল বলে অভিহিত করেন বলে অভিযোগ করা হয়। এ সময় তাঁরা বলেন, শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। গত আট মাসে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সদস্যদের সঙ্গে কোনো সভা ছাড়াই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়।

‎শহীদ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন আজকের পত্রিকাকে বলেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আজকে তাঁরা বিভিন্ন ধরনের পদে আছেন, আমাদেরকে এখনই অবমূল্যায়ন করা হচ্ছে। যতই দিন যাবে ততই আরও কঠিন হবে। তাই আমরা চাই জুলাই ফাউন্ডেশনের সব পদেই আমাদের শহীদ পরিবারের লোকজনকে নিয়োগ দিতে হবে।

‎‎শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন বলেন, ‘আমরা চাই শহীদ ও আহতদের পরিবারের লোকজনকে ফাউন্ডেশনে চাই। যারা যোগ্য তাদেরই নিয়োগ দেওয়া হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত