Ajker Patrika

মাদারীপুরে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৪: ২৮
মাদারীপুরে একই পরিবারের ৬ জনকে কুপিয়ে জখম

মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ছয়জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খাগদাহ গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতেরা হলেন একই গ্রামের রুহুল আমিন (৫৪), আব্দুস সালাম হাওলাদার (৭২), আব্দুল কালাম হাওলাদার (৬৭), লিয়া আক্তার (৩৬), মেহেদি হাসান (২৫) ও মো. অলিউল্লাহ (৫৬)। আহতদের মধ্যে আব্দুস সালাম হাওলাদারের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহতের পরিবার ও স্থানীয়রা জানান, খাগদাহ গ্রামের আবুল কালাম হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আয়ুউব আলী হাওলাদার ওরফে আনোয়ার হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিস হলেও সমাধান হয়নি। এরই জেরে আয়ুউব আলী হাওলাদার তাঁর লোকজন নিয়ে রাতে আবুল কালাম হাওলাদার ও তাঁর পরিবারের ওপর হামলা চালান। 

কুপিয়ে পরিবারের ছয়জনকে জখম করেন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আব্দুস সালাম হাওলাদারের অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাঁকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। 

অভিযোগের বিষয়ে জানতে প্রতিবেশী আয়ুউব আলী হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়েছে। তাদের আইনের আওতায় আনতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত