Ajker Patrika

যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামাল রিমান্ডে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৪: ৫১
সাবেক সচিব শাহ কামাল। ছবি: সংগৃহীত
সাবেক সচিব শাহ কামাল। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকায় যুবদল নেতা শামীম হত্যা মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।

সোমবার শাহ কামালকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই ফেরদৌস আলম তাকে গ্রেপ্তার দেখানোসহ ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন।

আদালতে শুনানিতে আসামির আইনজীবী রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান। আদালত ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। একপর্যায়ে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় হত্যা মামলা করা হয়।

এদিকে গত ১৬ আগস্ট মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসা থেকে প্রায় তিন কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার হয়। পরদিন রাতে মহাখালী থেকে শাহ কামাল গ্রেপ্তার হন। এ ঘটনায় ১৯৪৭ সনের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়। ১৮ আগস্ট একটি হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয় শাহ কামালকে। এরপর থেকে কারাগারেই ছিলেন।

শাহ কামাল ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত সচিব ও পরে জ্যেষ্ঠ সচিব হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে ছিলেন। ২০২০ সালের ২৯ জুন তিনি অবসর নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত