Ajker Patrika

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারে গৃহকর্মীর ‘গলায় ফাঁস’, হাসপাতালে মৃত ঘোষণা

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৫ নভেম্বর ২০২৩, ১২: ১১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারে গৃহকর্মীর ‘গলায় ফাঁস’, হাসপাতালে মৃত ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টারের একটি বাসায় ফাতেমা মিম (১৫) নামে এক গৃহকর্মীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গৃহকর্ত্রীর দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

গৃহকর্ত্রী বলেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈসাখাঁ রোডের টিচার্স কোয়ার্টারের একটি বাসায় থাকেন। গত এক বছর চার মাস ধরে তাঁর বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল ফাতেমা। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। তার বাবা-মা দুজনই আলাদা থাকেন। 

গৃহকর্ত্রী আরও বলেন, আজ ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে বাসার একটি রুমের ভেতরে ফাতেমাকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান তিনি। পরে তিনি ও তাঁর স্বামী ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

একটি ছেলের সঙ্গে ফাতেমার প্রেমের সম্পর্ক ছিল বলে জানান গৃহকর্ত্রী। তার সঙ্গে নিয়মিত কথা বলত এবং মাঝেমধ্যেই ছেলেটি তাদের বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকত বলে দাবি করেন তিনি। 

এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত ইবনে শফিউল্লাহ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কোনো একটি ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের অবনতির কারণে গলায় ফাঁস দিয়ে থাকতে পারে। তবু বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তার বাবা-মায়ের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত