Ajker Patrika

টাঙ্গাইলের শ্রেষ্ঠ করদাতা নজরুল ইসলাম মিটন

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের শ্রেষ্ঠ করদাতা নজরুল ইসলাম মিটন

শ্রেষ্ঠ করদাতার পুরস্কার পেয়েছেন টাঙ্গাইলের নজরুল ইসলাম। আজ বুধবার গাজীপুর আহসানউল্লাহ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে সম্মাননা প্রদান করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড গাজীপুর কর অঞ্চল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। 

নজরুল ইসলাম মিটন জানান, শ্রেষ্ঠ করদাতা হিসেবে তাঁকে সম্মাননা ক্রেস্ট, কর কার্ড ও সনদ প্রদান করা হয়েছে। প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাঁর হাতে এ সম্মাননা সনদ তুলে দেন। তিনি পেশায় একজন প্রথম শ্রেণির ঠিকাদার ও গ্রামীণ ফোনের অথরাইজড ডিস্ট্রিবিউটর। 

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড গাজীপুর কর অঞ্চলের কর্মকর্তা এবং বিভিন্ন এলাকার শ্রেষ্ঠ ও সর্বোচ্চ করদাতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত