নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর শাখার সভাপতি মো. শহীদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার ছয় আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। তবে এই দুজনসহ মোট তিন আসামি নির্দোষ বলে দাবি করেছে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতারা।
আজ রোববার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
এই মামলায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের গাজীপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাজহারুল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আকাশকে ও গাজীপুর জেলার সভাপতি রাসেলকে আসামি করা হয়েছে বলে সংগঠনটির সভাপতি তুহীন চৌধুরী জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সংবাদ সম্মেলনে বলেন, গত ২৫ জুন ঘটনার সময় মাজহারুল পরিবারের সঙ্গে কোরবানির পশু কিনতে যাচ্ছিলেন। আকাশ বিজিএমইএ অফিসে ছিলেন আর রাসেল বোর্ড বাজারে সংগঠনের অফিসে অবস্থান করছিলেন ৷
আকাশের স্ত্রী নাসরিন আকতার তাঁর স্বামী নির্দোষ দাবি করে বলেন, মোস্তফা নামের এক পোশাক শ্রমিকের সঙ্গে আকাশের দ্বন্দ্ব ছিল ৷ তিনি কিছুদিন সংগঠনে (বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন) কাজ করেছেন ৷ পরে নানা কাণ্ডে তাকে সংগঠন থেকে বের করে দেন আকাশ। এ কারণে আমার স্বামীকে (আকাশ) শহীদ ভাইয়ের মৃত্যুর ঘটনায় ফাঁসিয়ে দিয়েছেন। শহীদুল ইসলামের সঙ্গে আকাশের খুব ভালো সম্পর্ক ছিল বলে জানান তিনি।
শহীদুল হত্যা মামলার এজাহারে মারামারির কথা উল্লেখ থাকলেও ২৫ জুন টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের সামনে কোনে মারামারি হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতারা।
সংগঠনের সভাপতি তুহীন চৌধুরী বলেন, শহীদুল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আমরা লোকমুখে শুনেছি ৷ পুলিশের প্রতিবেদনেও বলা হয়েছে, কোনো মারধরের চিহ্ন নাই ৷ আমাদের সংগঠনের তিন নেতাকে ফাঁসানো হয়েছে ৷ তবে শহীদুল ইসলামের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের বিচার দাবি করেছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী কল্পনা আখতার আজকের পত্রিকাকে বলেন, যারা শহীদুলের পথ রোধ করেছে এবং মেরেছে তারা অবশ্যই মালিকের লোক। এখন যদি বের হয়ে আসে তারা ফেডারেশনের লোক তাহলে আমার প্রশ্ন তারা ফেডারেশনের লোক হয়ে কীভাবে একজন শ্রমিককে মেরে ফেলে? আর পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিবেদনও দেওয়া হয়নি বলে তারা আমাকে জানিয়েছে। আমি পুলিশের উপর আস্থা রাখছি। আমিও চাই না নিরপরাধ কারও বিচার হোক। এদিকে কল্পনার অভিযোগ অস্বীকার করে প্রিন্স জ্যাকার্ড সোয়েটার কারখানার মালিক মো. সাইফ উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, শহিদুলের মৃত্যুর ঘটনায় আমার কারখানার কেউ জড়িত নন।
মামলার তদন্তের বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমরান আহম্মেদ আজকের পত্রিকাকে জানিয়েছেন, রোববার সকালে শহীদুল হত্যা মামলার ছয় নম্বর আসামি হানিফ ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে ৷ সেখানে কারা ছিল কারা ছিল না সেগুলো তদন্তেই বেড়িয়ে আসবে। মামলা হয়েছে, আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত মাজহারুল ও হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সব কিছু যাচাই বাছাই করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি ৷
উল্লেখ, গত ২৫ জুন সন্ধ্যায় টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের পোশাক শ্রমিকদের বকেয়া বেতনভাতা পরিশোধের দাবিতে মালিকপক্ষের সঙ্গে কথা বলতে যান শহীদুল ইসলাম। সেখান থেকে শহীদুল বেরিয়ে আসার পর হানিফ ম্যানেজার ও তাঁর সহযোগীদের বাধার মুখে পড়েন শহীদুল ও তাঁর সঙ্গে থাকা আরও দুই শ্রমিক নেতা। সেখানে ধস্তাধস্তির একপর্যায়ে শহীদুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৷ পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর শাখার সভাপতি মো. শহীদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার ছয় আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ। তবে এই দুজনসহ মোট তিন আসামি নির্দোষ বলে দাবি করেছে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতারা।
আজ রোববার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
এই মামলায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের গাজীপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাজহারুল, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আকাশকে ও গাজীপুর জেলার সভাপতি রাসেলকে আসামি করা হয়েছে বলে সংগঠনটির সভাপতি তুহীন চৌধুরী জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সংবাদ সম্মেলনে বলেন, গত ২৫ জুন ঘটনার সময় মাজহারুল পরিবারের সঙ্গে কোরবানির পশু কিনতে যাচ্ছিলেন। আকাশ বিজিএমইএ অফিসে ছিলেন আর রাসেল বোর্ড বাজারে সংগঠনের অফিসে অবস্থান করছিলেন ৷
আকাশের স্ত্রী নাসরিন আকতার তাঁর স্বামী নির্দোষ দাবি করে বলেন, মোস্তফা নামের এক পোশাক শ্রমিকের সঙ্গে আকাশের দ্বন্দ্ব ছিল ৷ তিনি কিছুদিন সংগঠনে (বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন) কাজ করেছেন ৷ পরে নানা কাণ্ডে তাকে সংগঠন থেকে বের করে দেন আকাশ। এ কারণে আমার স্বামীকে (আকাশ) শহীদ ভাইয়ের মৃত্যুর ঘটনায় ফাঁসিয়ে দিয়েছেন। শহীদুল ইসলামের সঙ্গে আকাশের খুব ভালো সম্পর্ক ছিল বলে জানান তিনি।
শহীদুল হত্যা মামলার এজাহারে মারামারির কথা উল্লেখ থাকলেও ২৫ জুন টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের সামনে কোনে মারামারি হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নেতারা।
সংগঠনের সভাপতি তুহীন চৌধুরী বলেন, শহীদুল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে আমরা লোকমুখে শুনেছি ৷ পুলিশের প্রতিবেদনেও বলা হয়েছে, কোনো মারধরের চিহ্ন নাই ৷ আমাদের সংগঠনের তিন নেতাকে ফাঁসানো হয়েছে ৷ তবে শহীদুল ইসলামের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের বিচার দাবি করেছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদী কল্পনা আখতার আজকের পত্রিকাকে বলেন, যারা শহীদুলের পথ রোধ করেছে এবং মেরেছে তারা অবশ্যই মালিকের লোক। এখন যদি বের হয়ে আসে তারা ফেডারেশনের লোক তাহলে আমার প্রশ্ন তারা ফেডারেশনের লোক হয়ে কীভাবে একজন শ্রমিককে মেরে ফেলে? আর পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিবেদনও দেওয়া হয়নি বলে তারা আমাকে জানিয়েছে। আমি পুলিশের উপর আস্থা রাখছি। আমিও চাই না নিরপরাধ কারও বিচার হোক। এদিকে কল্পনার অভিযোগ অস্বীকার করে প্রিন্স জ্যাকার্ড সোয়েটার কারখানার মালিক মো. সাইফ উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, শহিদুলের মৃত্যুর ঘটনায় আমার কারখানার কেউ জড়িত নন।
মামলার তদন্তের বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমরান আহম্মেদ আজকের পত্রিকাকে জানিয়েছেন, রোববার সকালে শহীদুল হত্যা মামলার ছয় নম্বর আসামি হানিফ ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে ৷ সেখানে কারা ছিল কারা ছিল না সেগুলো তদন্তেই বেড়িয়ে আসবে। মামলা হয়েছে, আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। এখন পর্যন্ত মাজহারুল ও হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সব কিছু যাচাই বাছাই করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছি ৷
উল্লেখ, গত ২৫ জুন সন্ধ্যায় টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের পোশাক শ্রমিকদের বকেয়া বেতনভাতা পরিশোধের দাবিতে মালিকপক্ষের সঙ্গে কথা বলতে যান শহীদুল ইসলাম। সেখান থেকে শহীদুল বেরিয়ে আসার পর হানিফ ম্যানেজার ও তাঁর সহযোগীদের বাধার মুখে পড়েন শহীদুল ও তাঁর সঙ্গে থাকা আরও দুই শ্রমিক নেতা। সেখানে ধস্তাধস্তির একপর্যায়ে শহীদুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন ৷ পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলীর বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর পোস্টার লাগানো ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়। কলেজ ক্যাম্পাস ও মহাসড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক...
২৮ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ঋণ শাখার দুই কর্মকর্তার বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় ঋণের কিস্তির টাকা ব্যাংকে জমা না দিয়ে ভুয়া স্লিপ দেখিয়ে তাঁরা এ অর্থ আত্মসাৎ করেছেন।
৩৭ মিনিট আগেপটুয়াখালীতে এক সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন জেলা মহিলা দলের সভানেত্রী ও শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা সীমা। হুমকির ওই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
১ ঘণ্টা আগেরোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে পালেরহাট এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও নগদ এক লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা...
২ ঘণ্টা আগে