Ajker Patrika

রাজবাড়ী থিয়েটারের আয়োজনে ৪ দিনব্যাপী নাট্যোৎসব

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৫৪
রাজবাড়ী থিয়েটারের আয়োজনে ৪ দিনব্যাপী নাট্যোৎসব

‘নাটক হোক সমাজ পরিবর্তনের হাতিয়ার’ এই প্রতিপাদ্যকে রাজবাড়ীতে রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তিতে চার দিনব্যাপী নাট্যোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত রাজবাড়ীর আজাদী ময়দানে এ আয়োজন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজবাড়ী থিয়েটারের পক্ষ থেকে শহরের মেজবাহ-উল-করিম রিন্টু স্মৃতি সংস্কৃতি চর্চাকেন্দ্রে সংবাদ সম্মেলন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ফয়েজুল হক কল্লোল। এ সময় উপস্থিত ছিলেন—সংগঠনটির সহসভাপতি কাজী মিজানুর রহমান পলাশ, সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।

সংবাদ সম্মেলনে ফয়েজুল হক কল্লোল তাঁর লিখিত বক্তব্যে জানান, আগামী ৯ থেকে ১২ ফেব্রুয়ারি রাজবাড়ীর ঐতিহাসিক আজাদী ময়দানে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী নাট্যোৎসবের উদ্বোধন করবেন-ভারতের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নাট্যজন প্রবীর গুহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন—বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।

এ নাট্যোৎসবে দেশের স্বনামধন্য নাট্যদলসহ দেশের বাইরে থেকেও একটি নাটকের দল উৎসবে অংশগ্রহণ করবে।

এ বিষয়ে রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা আজকের পত্রিকাকে জানান, রাজবাড়ী থিয়েটারের চার যুগ পূর্তিতে চার দিনব্যাপী নাট্যোৎসবে ‘কবর’, ‘ঊর্ণাজাল মাংকি ট্রায়াল’, ‘বৈতংসিক’, ‘মাংকি ট্রায়াল’, ‘চন্দ্রগ্রহণ’, ‘লংমার্চ’, ‘সাইরেন’ নাটক মঞ্চায়ন করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত