ঢাবি সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে শুধু রেজিস্টার্ড চলাচল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় একটি কার্বনমুক্ত, টেকসই শাটল সার্ভিস চালুর দাবি জানান তাঁরা।
বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘ট্রান্সজেন্ডার শব্দটি একটি বিতর্কিত পরিভাষা, যা আমাদের সমাজ ও শিক্ষাব্যবস্থায় জোরপূর্বকভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা শুরু থেকেই এই কোটার বিরোধিতা করে এসেছি। প্রশাসন দাবি মেনে নিলেও ভর্তি বিজ্ঞপ্তিতে এখনো শব্দটি ব্যবহৃত হচ্ছে।’ তিনি জানান, প্রক্টর তাঁদের আশ্বস্ত করেছেন, ভবিষ্যতে এ শব্দ আর ব্যবহার করা হবে না।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে মুসাদ্দেক আলী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই গণহত্যায় মদদ দেওয়া শিক্ষক-শিক্ষার্থীদের বিচারের আওতায় আনতে হবে।
এ সময় মুসাদ্দেক আলী জানান, প্রশাসন ইতিমধ্যে গঠনতন্ত্র ও আচরণবিধি চূড়ান্ত করেছে এবং ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন কমিশন গঠনের কাজ করছে।
শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, ‘আমাদের লক্ষ্য একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। রিকশা ও অটোরিকশার কারণে ক্যাম্পাসে যানজট লেগেই থাকে। আমরা চাই নির্ধারিত কিছু রেজিস্টার্ড রিকশা থাকুক, যারা নির্ধারিত ভাড়ায় সেবা দেবে।’
জুবায়ের আরও বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশবান্ধব শাটল বাসের সিস্টেম ঢাবিতেও চালু হলে শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। প্রশাসনও আমাদের সঙ্গে একমত প্রকাশ করেছে এবং শিগগির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ক্যাম্পাসে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে শুধু রেজিস্টার্ড চলাচল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় একটি কার্বনমুক্ত, টেকসই শাটল সার্ভিস চালুর দাবি জানান তাঁরা।
বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘ট্রান্সজেন্ডার শব্দটি একটি বিতর্কিত পরিভাষা, যা আমাদের সমাজ ও শিক্ষাব্যবস্থায় জোরপূর্বকভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। আমরা শুরু থেকেই এই কোটার বিরোধিতা করে এসেছি। প্রশাসন দাবি মেনে নিলেও ভর্তি বিজ্ঞপ্তিতে এখনো শব্দটি ব্যবহৃত হচ্ছে।’ তিনি জানান, প্রক্টর তাঁদের আশ্বস্ত করেছেন, ভবিষ্যতে এ শব্দ আর ব্যবহার করা হবে না।
ডাকসু নির্বাচন প্রসঙ্গে মুসাদ্দেক আলী বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে জুলাই গণহত্যায় মদদ দেওয়া শিক্ষক-শিক্ষার্থীদের বিচারের আওতায় আনতে হবে।
এ সময় মুসাদ্দেক আলী জানান, প্রশাসন ইতিমধ্যে গঠনতন্ত্র ও আচরণবিধি চূড়ান্ত করেছে এবং ভোটার তালিকা প্রস্তুত ও নির্বাচন কমিশন গঠনের কাজ করছে।
শিক্ষার্থী এ বি জুবায়ের বলেন, ‘আমাদের লক্ষ্য একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। রিকশা ও অটোরিকশার কারণে ক্যাম্পাসে যানজট লেগেই থাকে। আমরা চাই নির্ধারিত কিছু রেজিস্টার্ড রিকশা থাকুক, যারা নির্ধারিত ভাড়ায় সেবা দেবে।’
জুবায়ের আরও বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো পরিবেশবান্ধব শাটল বাসের সিস্টেম ঢাবিতেও চালু হলে শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমে যাবে। প্রশাসনও আমাদের সঙ্গে একমত প্রকাশ করেছে এবং শিগগির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।’
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৮ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৩৩ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৭ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে