Ajker Patrika

ডিএসসিসির সাবেক রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৭: ১৬
ডিএসসিসির সাবেক রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার সংস্থাটির সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছে দুদকের জনসংযোগ বিভাগ।

দুদক জানায়, মামলায় ইউসুফ আলী সরদারের বিরুদ্ধে ১ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার ৩৪ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ডিএসসিসির সাবেক এই কর্মকর্তা গত বছরের ৬ জুন দুদকে সম্পদ বিবরণীর তথ্য জমা দেন। এ সময় তিনি স্থাবর-অস্থাবর মিলিয়ে ১ কোটি ৭৩ লাখ ৯১ হাজার টাকার সম্পদের মালিক বলে উল্লেখ করেন। কিন্তু দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে ২ কোটি ১৭ লাখ ২ হাজার টাকা মূল্যের সম্পদ, যার মধ্যে ৪৩ লাখ টাকারও বেশি পরিমাণ মূল্যের সম্পদ ইউসুফ আলী সরদার গোপন করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

গত বছরের ২৫ ফেব্রুয়ারি ডিএসসিসির এই কর্মকর্তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। এর আগে ২০২০ সালের ১৭ মে শেখ ফজলে নূর তাপস মেয়র পদে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই দুর্নীতির বিভিন্ন অভিযোগে ইউসুফ আলী সরদারসহ দুজনকে চাকরিচ্যুত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত