Ajker Patrika

অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক কার্যক্রমও বাড়াতে হবে: মেয়র আতিক

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক কার্যক্রমও বাড়াতে হবে: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমও বাড়াতে হবে। ছেলেমেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। শিক্ষা, দীক্ষা ও খেলাধুলা এই তিনটির সমন্বয়ে একজন সুনাগরিক হতে হবে।’ 

আজ শুক্রবার বিকেলে উত্তরা কল্যাণ সমিতির আয়োজনে পাড়া উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মেয়র আতিক বলেন, ‘বর্তমানে ছেলেমেয়েরা বাইরে বের হতে চায় না। সবাই ঘরে বসে মোবাইল ফোনে গেমস খেলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করে। এর ফলে সবাই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। প্রতিটি পাড়ায় ও মহল্লায় সামাজিক উৎসব আয়োজনের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে হবে।’ 

মেয়র আতিক আরও বলেন, ‘একটা সময় মাঠে-ময়দানে, পাড়া-মহল্লায় জারিগান, সারিগান ও পালাগান হতো যেগুলো আমরা বর্তমানে হারিয়ে ফেলেছি। সবাই এখন মোবাইল জগতে ব্যস্ত হয়ে পরেছি। আমি চাই সবাই বিভিন্ন সামাজিক উৎসবে অংশগ্রহণ করুক। আমাদের ঘর থেকে বের হয়ে মাঠে যেতে হবে।’ 

উত্তরা কল্যাণ সমিতির আয়োজনে পাড়া উৎসব। নগরবাসীকে আসন্ন রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, ‘রমজান মাসে আমরা সবাই ইবাদত করব এবং সেই সঙ্গে এই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।’ 

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদি এবং তুরস্ক দূতাবাসের প্রতিনিধি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত