উত্তরা (ঢাকা) প্রতিনিধি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমও বাড়াতে হবে। ছেলেমেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। শিক্ষা, দীক্ষা ও খেলাধুলা এই তিনটির সমন্বয়ে একজন সুনাগরিক হতে হবে।’
আজ শুক্রবার বিকেলে উত্তরা কল্যাণ সমিতির আয়োজনে পাড়া উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র আতিক বলেন, ‘বর্তমানে ছেলেমেয়েরা বাইরে বের হতে চায় না। সবাই ঘরে বসে মোবাইল ফোনে গেমস খেলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করে। এর ফলে সবাই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। প্রতিটি পাড়ায় ও মহল্লায় সামাজিক উৎসব আয়োজনের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে হবে।’
মেয়র আতিক আরও বলেন, ‘একটা সময় মাঠে-ময়দানে, পাড়া-মহল্লায় জারিগান, সারিগান ও পালাগান হতো যেগুলো আমরা বর্তমানে হারিয়ে ফেলেছি। সবাই এখন মোবাইল জগতে ব্যস্ত হয়ে পরেছি। আমি চাই সবাই বিভিন্ন সামাজিক উৎসবে অংশগ্রহণ করুক। আমাদের ঘর থেকে বের হয়ে মাঠে যেতে হবে।’
নগরবাসীকে আসন্ন রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, ‘রমজান মাসে আমরা সবাই ইবাদত করব এবং সেই সঙ্গে এই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।’
মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদি এবং তুরস্ক দূতাবাসের প্রতিনিধি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক কার্যক্রমও বাড়াতে হবে। ছেলেমেয়েদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে হবে। শিক্ষা, দীক্ষা ও খেলাধুলা এই তিনটির সমন্বয়ে একজন সুনাগরিক হতে হবে।’
আজ শুক্রবার বিকেলে উত্তরা কল্যাণ সমিতির আয়োজনে পাড়া উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র আতিক বলেন, ‘বর্তমানে ছেলেমেয়েরা বাইরে বের হতে চায় না। সবাই ঘরে বসে মোবাইল ফোনে গেমস খেলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করে। এর ফলে সবাই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। প্রতিটি পাড়ায় ও মহল্লায় সামাজিক উৎসব আয়োজনের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় করতে হবে।’
মেয়র আতিক আরও বলেন, ‘একটা সময় মাঠে-ময়দানে, পাড়া-মহল্লায় জারিগান, সারিগান ও পালাগান হতো যেগুলো আমরা বর্তমানে হারিয়ে ফেলেছি। সবাই এখন মোবাইল জগতে ব্যস্ত হয়ে পরেছি। আমি চাই সবাই বিভিন্ন সামাজিক উৎসবে অংশগ্রহণ করুক। আমাদের ঘর থেকে বের হয়ে মাঠে যেতে হবে।’
নগরবাসীকে আসন্ন রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, ‘রমজান মাসে আমরা সবাই ইবাদত করব এবং সেই সঙ্গে এই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব।’
মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদি এবং তুরস্ক দূতাবাসের প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৯ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১২ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে