Ajker Patrika

‘এমন ফোর টোয়েন্টি সরকার জীবনে দেখিনি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘এমন ফোর টোয়েন্টি সরকার জীবনে দেখিনি’

‘এই রকম ফোর টোয়েন্টি সরকার জীবনে দেখিনি। যখন ক্লাস ওয়ানের প্রশ্নপত্র ফাঁস হয়, তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, এ রকম প্রশ্নপত্র ফাঁস তো বহু আগে থেকেই হচ্ছে। কত নির্বিকার। চট্টগ্রামে টিসিবির ট্রাকের পেছনে নারী-পুরুষ দৌড়াচ্ছে। এই সরকারের বিরুদ্ধে পেশাজীবীরা একা কিছু করতে পারবে না।’ শনিবার নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেছেন। 

জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে প্রফেশনালস মুভমেন্ট অব বাংলাদেশ আয়োজিত ‘দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে রাখা ও গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে মান্না বলেন, ‘রাজনীতির লড়াইয়ে পেশাজীবীদের ভূমিকা আছে। এই সরকারের অধীনে ভোট হবে না। এই সরকারকে অপসারণ করতে হবে, সরকারকে সরিয়ে কাকে আনব সেটাও নির্ধারণ করতে হবে পেশাজীবীদের।’ 

সেমিনারের গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, ‘আমরা একটা অমানবিক, দুর্নীতিগ্রস্ত ও অপদার্থ স্বৈরতন্ত্রের মধ্যে বাস করছি। আগামী কয়েক মাসে তাঁদের ওপর আরও আন্তর্জাতিক চাপ আসবে এবং বাংলাদেশের মানুষ মিছিল করে এ কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়বে।’ 

রেজা কিবরিয়া বলেন, ‘দ্রব্যমূল্যের দাম নিয়ে প্রতিবাদ করাটা এ দেশে এখন অন্যায়। ব্যাংকিং খাত নিয়মতান্ত্রিকভাবে লুট করেছে আওয়ামী লীগের নেতৃত্বের সরকার। এগুলো মানুষের সামনে তুলে ধরাটা পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব।’ 

বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, ‘রাজনীতিবিদ নাকি পেশাজীবী-কে আন্দোলন করবে এ প্রশ্ন এসেছে। পেশাজীবীরা আন্দোলনের সহায়ক শক্তি। তাঁরা স্ফুলিঙ্গ তৈরি করতে পারেন। তবে এ স্ফুলিঙ্গের পরিণতি রাজনীতিবিদদের হাতে। পেশাজীবীরা নীরব হয়ে বসে থাকতে পারেন না। শেখ হাসিনার মতো নিকৃষ্ট স্বৈরাচার, দুর্নীতিবাজের পতন ঘটানো দরকার। আমরা আন্দোলন করব। এ আন্দোলন থেকে জাতীয় মুক্তিসংগ্রাম তৈরি হবে।’ 

লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ বলেন, ‘দেশের ছোট থেকে বড় আন্দোলনের ইতিহাসে অগ্রভাগে পেশাজীবীরা অংশ নিয়েছে। আন্দোলন করার পরিস্থিতি, পরিবেশ পাকিস্তান আন্দোলনেও ছিল তবে বর্তমানে নেই। দুই বছরের জন্য জাতীয় সরকার করতে হবে। না হলে সমস্যার সমাধান হবে না।’ 

প্রফেশনালস মুভমেন্ট অব বাংলাদেশের আহ্বায়ক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, ‘টিসিবির ট্রাকের লাইনে কারা দাঁড়াচ্ছে তা দেখে দেশের বর্তমান বাজার পরিস্থিতি বোঝা যায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করতে গিয়ে আজ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছ, লাঠিপেটা করা হচ্ছে। দেশকে দুর্বৃত্তায়নের হাত থেকে রক্ষা করতে পেশাজীবীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে অংশ নেবে এটাই সবার প্রত্যাশা।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত