Ajker Patrika

অবশেষে বন্ধ করা হয়েছে নিউমার্কেটের ঝুঁকিপূর্ণ ওভারব্রিজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৩: ১৪
অবশেষে বন্ধ করা হয়েছে নিউমার্কেটের ঝুঁকিপূর্ণ ওভারব্রিজ

রাজধানীর নিউমার্কেটের চার নম্বর গেটের সামনে থাকা ঝুঁকিপূর্ণ ওভারব্রিজটি বন্ধ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে ওভারব্রিজে দীর্ঘ দিন ধরে ব্যবসা করা হকারেরাও উচ্ছেদের শিকার হয়েছে। এর আগে ডিএসসিসির পক্ষ থেকে ‘ফুটওভারব্রিজটি ঝুঁকিপূর্ণ; সর্বসাধারণের ফুটওভারব্রিজের ওপরে ওঠা নিষেধ’ লেখা সাইনবোর্ড লাগানো হলেও হকার, ক্রেতা, পথচারী সবাই ছিল উদাসীন। 

ঝুঁকিপূর্ণ ওভারব্রিজে যাতায়াত বন্ধ করলে আজ সোমবার হকারেরা প্রতিবাদে রাস্তা অবরোধের চেষ্টা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, ‘সোমবার সকালের দিকে ঝুঁকিপূর্ণ ওভারব্রিজে পথচারীদের পারাপার বন্ধ করা হয়েছে। একই সঙ্গে ওভারব্রিজের ভাসমান হকারদেরও উচ্ছেদ করা হয়েছে। এ নিয়ে হকারেরা প্রতিবাদ জানিয়েছে, তাঁদের দাবি ছিল ঈদের পর ওভারব্রিজ যেন বন্ধ করা হয়।’ 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের আজকের পত্রিকাকে বলেন, ‘নিউ মার্কেটের ঝুঁকিপূর্ণ ফুটওভারব্রিজ বন্ধ করা হয়েছে। যত দ্রুত সম্ভব এটা ভেঙে নতুন ওভারব্রিজ নির্মাণ করার পদক্ষেপ নেওয়া হবে।’

গত ২০ মার্চ আজকের পত্রিকায় ‘ঝুঁকিপূর্ণ ওভারব্রিজে বাণিজ্য’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। তখন ডিএসসিসির পক্ষ থেকে বলা হয়েছিল, ঝুঁকি কমাতে ফুটওভারব্রিজটি ভেঙে ফেলা হবে। ওই স্থানে নান্দনিক ফুটওভারব্রিজ তৈরি করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত