Ajker Patrika

রাজধানীতে লাইসেন্স করা পিস্তল দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীতে লাইসেন্স করা পিস্তল দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

রাজধানীর উত্তরায় নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে গাজী আবুল হাশেম (৭৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নং সড়কের ২৯ নং বাসায় মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। স্বজনেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৪০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণখানের গাওয়াইর মাঝিবাড়ি এলাকার মৃত আইয়ুব আলী গাজীর ছেলে আবুল হাশেম। উত্তরা ৩ নম্বর সেক্টরের ওই বাড়িতেই থাকতেন তিনি।

আবুল হাশেম ব্যবসায়ী ছিলেন। উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের পঞ্চম তলায় তাঁর দোকান রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার উপ–পরিদর্শক (এসআই) মো. সাদেক খান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ওই ব্যক্তির মানসিক সমস্যা ছিল। সেই সঙ্গে বার্ধক্যজনিত নানা সমস্যা ছিল। তিনি নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করেছেন। পরে স্বজনেরা উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তিনি মারা যান।’

এসআই সাদেক আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর স্বজনদের মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত