ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ওপেন মার্কেট সেলের (ওএমএস) ডিলারশিপ না পাওয়ায় বিএনপির এক নেতা খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিএনপির ওই নেতার নাম আব্দুস ছালাম। তিনি উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুল হকের অভিযোগ, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির নেতা আব্দুস ছালাম দলবল নিয়ে খাদ্য কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় ওএমএসের ডিলার হিসেবে আব্দুস ছালামকে নিয়োগ না দেওয়ায় হামিদুল হককে গালমন্দ করেন এবং একপর্যায়ে তাঁর হাত কেটে নেওয়ার হুমকি দেন। এ সময় অফিস সহকারী হৃদয় ও কম্পিউটার অপারেটর শাহনাজ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে উন্মুক্ত লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তা কার্যালয়। এতে উপজেলার ছয়টি ইউনিয়নের ওএমএসের ডিলার নিয়োগের আবেদনকারীরা অংশ নেন। সে সময় আবেদনকারীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়।
খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লটারিতে অন্য আবেদনকারীদের মতো গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম অংশ নেন। তিনি লটারিতে ডিলারশিপ না জেতায় ক্ষোভে আজ সকালে উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে তাঁর দলবল নিয়ে ঢোকেন এবং খাদ্য কর্মকর্তাকে হাত কেটে নেওয়ার হুমকি দেন।
অফিস সহকারী হৃদয় বলেন, ‘সকালে আব্দুস ছালাম তাঁর লোকজন নিয়ে কার্যালয়ে ঢুকে খাদ্য কর্মকর্তাকে গালাগাল করেন। পরে লটারির মাধ্যমে গাবসারা ইউনিয়নে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁদের ডিও লেটার (আধা সরকারি চিঠি) বন্ধ রাখতে বলেন। আর তা না হলে খাদ্য কর্মকর্তা স্যারের হাত কেটে নেওয়ার হুমকি দেন। এতে আমরা আতঙ্কে রয়েছি।’
কাজী হামিদুল হক বলেন, ‘হঠাৎ করে অফিসে এসে আব্দুস ছালাম গালাগাল ও হুমকি দেন। উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তির ডিও বন্ধ না করলে আমার হাত কেটে ফেলার হুমকি দেন তিনি। বিষয়টি উপজেলা নির্বাহী স্যারকে জানিয়েছি।’
অভিযোগের বিষয়ে গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তাঁর (খাদ্য কর্মকর্তার) কার্যালয়ে গিয়েছিলাম। তাঁকে বলেছি, গাবসারা ইউনিয়নে যিনি লটারিতে ডিলারশিপ পেয়েছেন, তিনি এখন ওই ইউনিয়নের বাসিন্দা নন। খাদ্য কর্মকর্তার সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছে। তবে তাঁর হাত কেটে ফেলার কোনো কথা বলিনি। তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন।’
ভূঞাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা পপি খাতুন বলেন, ‘বিএনপি নেতার বিরুদ্ধে খাদ্য কর্মকর্তাকে গালাগাল ও হুমকির কথা জেনেছি। অভিযোগ প্রমাণিত হলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ওপেন মার্কেট সেলের (ওএমএস) ডিলারশিপ না পাওয়ায় বিএনপির এক নেতা খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিএনপির ওই নেতার নাম আব্দুস ছালাম। তিনি উপজেলার গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।
উপজেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ কাজী হামিদুল হকের অভিযোগ, আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির নেতা আব্দুস ছালাম দলবল নিয়ে খাদ্য কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় ওএমএসের ডিলার হিসেবে আব্দুস ছালামকে নিয়োগ না দেওয়ায় হামিদুল হককে গালমন্দ করেন এবং একপর্যায়ে তাঁর হাত কেটে নেওয়ার হুমকি দেন। এ সময় অফিস সহকারী হৃদয় ও কম্পিউটার অপারেটর শাহনাজ উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে উন্মুক্ত লটারির আয়োজন করে উপজেলা প্রশাসন ও খাদ্য কর্মকর্তা কার্যালয়। এতে উপজেলার ছয়টি ইউনিয়নের ওএমএসের ডিলার নিয়োগের আবেদনকারীরা অংশ নেন। সে সময় আবেদনকারীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া হয়।
খাদ্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লটারিতে অন্য আবেদনকারীদের মতো গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম অংশ নেন। তিনি লটারিতে ডিলারশিপ না জেতায় ক্ষোভে আজ সকালে উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে তাঁর দলবল নিয়ে ঢোকেন এবং খাদ্য কর্মকর্তাকে হাত কেটে নেওয়ার হুমকি দেন।
অফিস সহকারী হৃদয় বলেন, ‘সকালে আব্দুস ছালাম তাঁর লোকজন নিয়ে কার্যালয়ে ঢুকে খাদ্য কর্মকর্তাকে গালাগাল করেন। পরে লটারির মাধ্যমে গাবসারা ইউনিয়নে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁদের ডিও লেটার (আধা সরকারি চিঠি) বন্ধ রাখতে বলেন। আর তা না হলে খাদ্য কর্মকর্তা স্যারের হাত কেটে নেওয়ার হুমকি দেন। এতে আমরা আতঙ্কে রয়েছি।’
কাজী হামিদুল হক বলেন, ‘হঠাৎ করে অফিসে এসে আব্দুস ছালাম গালাগাল ও হুমকি দেন। উন্মুক্ত লটারির মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তির ডিও বন্ধ না করলে আমার হাত কেটে ফেলার হুমকি দেন তিনি। বিষয়টি উপজেলা নির্বাহী স্যারকে জানিয়েছি।’
অভিযোগের বিষয়ে গাবসারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তাঁর (খাদ্য কর্মকর্তার) কার্যালয়ে গিয়েছিলাম। তাঁকে বলেছি, গাবসারা ইউনিয়নে যিনি লটারিতে ডিলারশিপ পেয়েছেন, তিনি এখন ওই ইউনিয়নের বাসিন্দা নন। খাদ্য কর্মকর্তার সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়েছে। তবে তাঁর হাত কেটে ফেলার কোনো কথা বলিনি। তিনি সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন।’
ভূঞাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা পপি খাতুন বলেন, ‘বিএনপি নেতার বিরুদ্ধে খাদ্য কর্মকর্তাকে গালাগাল ও হুমকির কথা জেনেছি। অভিযোগ প্রমাণিত হলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১০ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে