নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের অন্যান্য শিশুদের মতো ৬ লাখ পথশিশুর সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে সরকারসহ সবপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশের শিশু কিশোর সংগঠন খেলাঘর। আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কেন্দ্রীয় খেলাঘর আসরের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘শিশুর বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান সংগঠনের নেতারা।
খেলাঘরের চেয়ারপারসন, ডাকসুর সাবেক ভিপি প্রফেসরে মাহফুজা খানম বলেন, ‘সামনে আরও একটি বাজেট আসছে। এই বাজেটে শিশুদের জন্য আলাদা বরাদ্দ থাকতে হবে। ইংলিশ মিডিয়াম শিক্ষার মাধ্যমে মেধার বড় একটি অংশ বিদেশে চলে যাচ্ছে। আর মাদ্রাসায় ধর্মান্ধ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ধর্মান্ধ জনগোষ্ঠী তৈরি হচ্ছে। যারা মানবিকতা কি জিনিস সেটা কখনোই শিখতে পারছে না। তাই আমাদের শিশুদের জন্য একটি আধুনিক বিজ্ঞানমনস্ক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ডা. লেলিন চৌধুরী, ‘দেশে ৬ লাখ পথ শিশু রয়েছে। এই শিশুদের ভবিষ্যৎ নির্মাণের জন্য তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ মৌলিক চাহিদা মেটাতে কার্যকর পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করা উচিত। আমার আরেকটি জোর দাবি হলো এখন আমাদের শিশুদের জন্য ন্যায়পাল নিয়োগ করা উচিত। আর প্রাথমিক স্তরে একটি একক শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল জেলার শিশু বিষয়ক কর্মকর্তা ও খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরী।
উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘শিশুদের খেলার মাঠের অভাবে খেলাধুলার পরিস্থিতি বিপজ্জনক অবস্থায় আছে। কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলন করতে হয়েছে। আসাদ গেটে আড়ংয়ের পেছনের মাঠটিও দখল হয়ে যাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে আমরা আসলে কোন পরিস্থিতিতে আছি।’
সেমিনারে আরও বক্তব্য রাখেন—জাতীয় পার্টির চেয়ারম্যানে উপদেষ্টা ও সাংসদ শেরিফা কাদের, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনসহ অন্যরা।
দেশের অন্যান্য শিশুদের মতো ৬ লাখ পথশিশুর সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে সরকারসহ সবপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দেশের শিশু কিশোর সংগঠন খেলাঘর। আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে কেন্দ্রীয় খেলাঘর আসরের ৭১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘শিশুর বাসযোগ্য নিরাপদ বাংলাদেশ: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান সংগঠনের নেতারা।
খেলাঘরের চেয়ারপারসন, ডাকসুর সাবেক ভিপি প্রফেসরে মাহফুজা খানম বলেন, ‘সামনে আরও একটি বাজেট আসছে। এই বাজেটে শিশুদের জন্য আলাদা বরাদ্দ থাকতে হবে। ইংলিশ মিডিয়াম শিক্ষার মাধ্যমে মেধার বড় একটি অংশ বিদেশে চলে যাচ্ছে। আর মাদ্রাসায় ধর্মান্ধ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি ধর্মান্ধ জনগোষ্ঠী তৈরি হচ্ছে। যারা মানবিকতা কি জিনিস সেটা কখনোই শিখতে পারছে না। তাই আমাদের শিশুদের জন্য একটি আধুনিক বিজ্ঞানমনস্ক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
খেলাঘরের প্রেসিডিয়াম সদস্য ডা. লেলিন চৌধুরী, ‘দেশে ৬ লাখ পথ শিশু রয়েছে। এই শিশুদের ভবিষ্যৎ নির্মাণের জন্য তাদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানসহ মৌলিক চাহিদা মেটাতে কার্যকর পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়ন করা উচিত। আমার আরেকটি জোর দাবি হলো এখন আমাদের শিশুদের জন্য ন্যায়পাল নিয়োগ করা উচিত। আর প্রাথমিক স্তরে একটি একক শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল জেলার শিশু বিষয়ক কর্মকর্তা ও খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরী।
উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, ‘শিশুদের খেলার মাঠের অভাবে খেলাধুলার পরিস্থিতি বিপজ্জনক অবস্থায় আছে। কলাবাগানে তেঁতুলতলা মাঠ রক্ষায় আন্দোলন করতে হয়েছে। আসাদ গেটে আড়ংয়ের পেছনের মাঠটিও দখল হয়ে যাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে আমরা আসলে কোন পরিস্থিতিতে আছি।’
সেমিনারে আরও বক্তব্য রাখেন—জাতীয় পার্টির চেয়ারম্যানে উপদেষ্টা ও সাংসদ শেরিফা কাদের, বাসদের সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতনসহ অন্যরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
৩ মিনিট আগেবিয়ের দাবিতে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে (প্রেমিক) অনশনে বসা তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হাসান ইপ্তির আদালতে মামলাটি দায়ের করা হয়।
৪ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মো. ফরহাদ হোসেন হলে বৈধভাবে আসন পেয়েও প্রশাসন তা বাতিল করায় কাঁথা-বালিশ নিয়ে হলগেটে অবস্থান করছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা ৬টা থেকে হলটির প্রধান গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন ভুক্তভোগীরা। হলে না ওঠানো পর্যন্ত তাঁদের এ কর্মসূচি চলবে বলে জানি
১২ মিনিট আগেভোলার বোরহানউদ্দিনে বাজার মনিটরিং ও পণ্যের মান যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৪ মে) বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার পৌর বাজার এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
১৫ মিনিট আগে