Ajker Patrika

কেন্দ্র দখলের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
কেন্দ্র দখলের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন 

জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভোট বর্জন করেছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া। আজ মঙ্গলবার বেলা ৩টায় সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। 

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মিয়া বলেন, ‘আমি ১৩৯টি কেন্দ্রের প্রতিটিতে এজেন্ট দিয়ে ছিলাম। এমপি বাবুর লোকজন গত রাত থেকে এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে তাদের কিংবা স্বজনদের তুলে নিয়ে এসে হুমকি দেয়। কিছু এজেন্ট পালিয়ে থেকে সকালে কেন্দ্রে যেতে চাইলে তাঁদের তুলে নিয়ে মারধর করা হয়। প্রশাসনকে জানালে আমার এজেন্টদের উদ্ধার করে এবং অভিযুক্ত একজনকে দুই বছরের কারাদণ্ড দেয়।’ 

তিনি বলেন, ‘বেলা ১১টা পর্যন্ত তিন থেকে চার শতাংশ ভোট পড়ে। ১২টার পর ঘোড়া ও আনারস প্রতীক যৌথভাবে কেন্দ্র দখল করে নেয়। তারা জাল ভোট দিয়েছে এবং সেই সংবাদ গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এই নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি। সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। আমি পুনরায় ভোট গ্রহণ করার দাবি জানাচ্ছি।’ 

আড়াইহাজার উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিতা করছেন শাহজালাল মিয়া (দোয়াত কলম), কাজী সুজন ইকবাল (আনারস) এবং সাইফুল ইসলাম স্বপন (ঘোড়া। নির্বাচনের শুরু থেকেই নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু সাইফুল ইসলামকে সমর্থন দিয়ে তার পক্ষে মাঠে নামেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত