নিউমার্কেট এলাকায় দোকানের মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে নিহত কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের নেত্রী তিলোত্তমা সিকদার।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর রনি মার্কেটের মেম্বার গলিতে নাহিদের বাসায় যান ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা সিকদার। এ সময় নাহিদের স্ত্রী ডালিয়া ও মায়ের হাতে দুটি সেলাই মেশিন তুলে দেন তিলোত্তমা।
এ বিষয়ে ছাত্রলীগের সহসভাপতি ঢাবির সিনেট সদস্য তিলোত্তমা সিকদার বলেন, ‘সাময়িকভাবে এই পরিবার যেন জীবিকা নির্বাহ করতে পারে, সে জন্য আমি নাহিদের মা ও তাঁর স্ত্রীকে দুটি সেলাই মেশিন উপহার দিয়েছি।’
গত মঙ্গলবার রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকানের মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় মারা যান নাহিদ। তিনি ডি-লিংক নামে একটি কুরিয়ার সার্ভিসের ‘ডেলিভারিম্যান’ ছিলেন। ওই দিন সকাল ১০টায় কর্মস্থলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিলেন তিনি। দুপুরে নিউমার্কেট এলাকায় দুই পক্ষের সংঘর্ষে মাথায় আঘাত পান নাহিদ। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নাহিদরা তিন ভাই। বাড়িতে থাকেন বাবা-মা আর ভাইদের সঙ্গে। নাহিদ তাঁদের মধ্যে বড়। মেজ ভাই শরীফের বয়স সাত বছর ও ছোট ভাই ইব্রাহিমের বয়স তিন বছর। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন নাহিদ। এরপর আর্থিক টানাপোড়েনের কারণে লেখাপড়া আর এগোয়নি। পরিবারের হাল ধরতে অল্প বয়সেই কাজে নেমে পড়েন নাহিদ। ৭ হাজার টাকা বেতনে গত দুই বছর কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান হিসেবে কাজ করছিলেন।
পরিবারের ইচ্ছাতেই গত বছরের ২৮ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন ডালিয়া নামের একটি মেয়েকে। ডালিয়ার হাতের মেহেদির রং এখনো মুছে যায়নি, তার আগেই নাহিদের এই অকাল মৃত্যু। শোকসন্তপ্ত পরিবারের কেউ মেনে নিতে পারছেন না এই মৃত্যু।
নিউমার্কেট এলাকায় দোকানের মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষে নিহত কুরিয়ার সার্ভিসের কর্মী নাহিদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের নেত্রী তিলোত্তমা সিকদার।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর রনি মার্কেটের মেম্বার গলিতে নাহিদের বাসায় যান ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা সিকদার। এ সময় নাহিদের স্ত্রী ডালিয়া ও মায়ের হাতে দুটি সেলাই মেশিন তুলে দেন তিলোত্তমা।
এ বিষয়ে ছাত্রলীগের সহসভাপতি ঢাবির সিনেট সদস্য তিলোত্তমা সিকদার বলেন, ‘সাময়িকভাবে এই পরিবার যেন জীবিকা নির্বাহ করতে পারে, সে জন্য আমি নাহিদের মা ও তাঁর স্ত্রীকে দুটি সেলাই মেশিন উপহার দিয়েছি।’
গত মঙ্গলবার রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকানের মালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের ঘটনায় মারা যান নাহিদ। তিনি ডি-লিংক নামে একটি কুরিয়ার সার্ভিসের ‘ডেলিভারিম্যান’ ছিলেন। ওই দিন সকাল ১০টায় কর্মস্থলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছিলেন তিনি। দুপুরে নিউমার্কেট এলাকায় দুই পক্ষের সংঘর্ষে মাথায় আঘাত পান নাহিদ। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নাহিদরা তিন ভাই। বাড়িতে থাকেন বাবা-মা আর ভাইদের সঙ্গে। নাহিদ তাঁদের মধ্যে বড়। মেজ ভাই শরীফের বয়স সাত বছর ও ছোট ভাই ইব্রাহিমের বয়স তিন বছর। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন নাহিদ। এরপর আর্থিক টানাপোড়েনের কারণে লেখাপড়া আর এগোয়নি। পরিবারের হাল ধরতে অল্প বয়সেই কাজে নেমে পড়েন নাহিদ। ৭ হাজার টাকা বেতনে গত দুই বছর কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান হিসেবে কাজ করছিলেন।
পরিবারের ইচ্ছাতেই গত বছরের ২৮ সেপ্টেম্বর ভালোবেসে বিয়ে করেন ডালিয়া নামের একটি মেয়েকে। ডালিয়ার হাতের মেহেদির রং এখনো মুছে যায়নি, তার আগেই নাহিদের এই অকাল মৃত্যু। শোকসন্তপ্ত পরিবারের কেউ মেনে নিতে পারছেন না এই মৃত্যু।
খাগড়াছড়িতে মৃত নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি পৌরসভার ব্রিজসংলগ্ন ময়লা-আবর্জনার জায়গায় মৃতদেহটি পাওয়া যায়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করেন।
১ মিনিট আগেচট্টগ্রামে গ্রেপ্তার কনস্টেবল অমি দাশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত এই আদেশ দেন। এর আগে পুলিশ অমি দাশের সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রিয়াদ
২৪ মিনিট আগেচিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা কিরণ পরিতোষ চন্দ্রকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগেনাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে গেছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ওই অংশে পাটের বস্তা গুঁজে সীমিত গতিতে ট্রেন চলাচল করছে।
২ ঘণ্টা আগে