শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের জাজিরার বাসিন্দা মো. ফারুক ফরাজি (৫৩) নামের এক সৌদিপ্রবাসী ছয় দিন ধরে লোহিতসাগরে নিখোঁজ রয়েছেন। ১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৮টার দিকে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন তিনি।
ফারুকের পরিবার সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাথুরিয়া খালেক ফরাজিকান্দি গ্রামের মৃত আব্দুল মজিদ ফরাজির চার ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে ফারুক ফরাজি তৃতীয়। ফারুক ফরাজি প্রায় ২৬ বছর ধরে সৌদিপ্রবাসী। তাঁর স্ত্রী, ১২ বছরের এক ছেলে ও আট বছরের এক মেয়ে রয়েছে। তিনি দুই বছর পরপর ছুটি নিয়ে দেশে আসতেন এবং ছয় মাস ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে চলে যেতেন।
ফারুক সৌদি আরবের লোহিতসাগরের কাছেই আল কুনফুদা শহরে থাকতেন এবং এক মালিকের অধীনে লোহিতসাগরে মাছ ধরার কাজ করতেন। তাঁরা দুজন শ্রমিক একটি মাছ ধরার নৌকায় থাকা-খাওয়ার সরঞ্জাম নিয়ে তিন দিনের জন্য সাগরে যেতেন। তিন দিন মাছ শিকার করে আবার ডাঙ্গায় ফিরে আসতেন। এ সময় তাঁরা সাগরে জেগে ওঠা ছোট ছোট দ্বীপে থাকতেন।
গত ৩১ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে স্ত্রী রুবিনা বেগমের সঙ্গে ফোনে কথা বলে সাগরে মাছ ধরতে যান ফারুক। সঙ্গে ছিলেন আরেক বাংলাদেশি শ্রমিক। পরদিন সৌদি আরব সময় বিকেল ৫টা এবং বাংলাদেশ সময় রাত ৮টার দিকে লোহিতসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়েন তাঁরা। ঝড়ে তাঁদের নৌকা ডুবে যায়। অপর শ্রমিক সাত ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অবশেষে উদ্ধার হন। কিন্তু ফারুককে এখনো খুঁজে পাওয়া যায়নি।
গত সোমবার বেলা ১টার দিকে পরিবারের সদস্যরা লোহিতসাগরে ঝড়ের কবলে পড়ে ফারুকের নিখোঁজ হওয়ার খবর পান। সেই থেকে পরিবারে নেমে আসে শোকের ছায়া। নিখোঁজের ছয় দিন পার হলেও ফারুকের সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে স্বজনদের।
ফারুকের ছোট ভাই তিতুমীর ফরাজি ব্যাংকে চাকরি করেন। তিনি বলেন, ‘আমার মেজো ভাই ফারুক এবং আরও দুজন মামাতো ভাই সৌদিপ্রবাসী। তাঁরা একই এলাকায় থাকতেন। সোমবার দুপুরে এক মামাতো ভাই ফোনে আমাকে নিখোঁজের খবর জানান। সেখানকার প্রশাসন অনেক খুঁজেও আমার ভাইকে পায়নি। আমার ভাইকে খুঁজে পেতে সরকারের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, ‘আমাদের জাজিরা এলাকার সৌদিপ্রবাসী ফারুক ফরাজি নামের এক লোক লোহিতসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। ওখানকার কোস্ট গার্ড তাঁকে খুঁজছে। বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি। এ বিষয়ে যদি আমাদের করণীয় কিছু থাকে, তাহলে আমরা করব।’
শরীয়তপুরের জাজিরার বাসিন্দা মো. ফারুক ফরাজি (৫৩) নামের এক সৌদিপ্রবাসী ছয় দিন ধরে লোহিতসাগরে নিখোঁজ রয়েছেন। ১ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত ৮টার দিকে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হন তিনি।
ফারুকের পরিবার সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের কাথুরিয়া খালেক ফরাজিকান্দি গ্রামের মৃত আব্দুল মজিদ ফরাজির চার ছেলে ও পাঁচ মেয়ের মধ্যে ফারুক ফরাজি তৃতীয়। ফারুক ফরাজি প্রায় ২৬ বছর ধরে সৌদিপ্রবাসী। তাঁর স্ত্রী, ১২ বছরের এক ছেলে ও আট বছরের এক মেয়ে রয়েছে। তিনি দুই বছর পরপর ছুটি নিয়ে দেশে আসতেন এবং ছয় মাস ছুটি কাটিয়ে আবার সৌদি আরবে চলে যেতেন।
ফারুক সৌদি আরবের লোহিতসাগরের কাছেই আল কুনফুদা শহরে থাকতেন এবং এক মালিকের অধীনে লোহিতসাগরে মাছ ধরার কাজ করতেন। তাঁরা দুজন শ্রমিক একটি মাছ ধরার নৌকায় থাকা-খাওয়ার সরঞ্জাম নিয়ে তিন দিনের জন্য সাগরে যেতেন। তিন দিন মাছ শিকার করে আবার ডাঙ্গায় ফিরে আসতেন। এ সময় তাঁরা সাগরে জেগে ওঠা ছোট ছোট দ্বীপে থাকতেন।
গত ৩১ আগস্ট বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে স্ত্রী রুবিনা বেগমের সঙ্গে ফোনে কথা বলে সাগরে মাছ ধরতে যান ফারুক। সঙ্গে ছিলেন আরেক বাংলাদেশি শ্রমিক। পরদিন সৌদি আরব সময় বিকেল ৫টা এবং বাংলাদেশ সময় রাত ৮টার দিকে লোহিতসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়েন তাঁরা। ঝড়ে তাঁদের নৌকা ডুবে যায়। অপর শ্রমিক সাত ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অবশেষে উদ্ধার হন। কিন্তু ফারুককে এখনো খুঁজে পাওয়া যায়নি।
গত সোমবার বেলা ১টার দিকে পরিবারের সদস্যরা লোহিতসাগরে ঝড়ের কবলে পড়ে ফারুকের নিখোঁজ হওয়ার খবর পান। সেই থেকে পরিবারে নেমে আসে শোকের ছায়া। নিখোঁজের ছয় দিন পার হলেও ফারুকের সন্ধান না পাওয়ায় উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে স্বজনদের।
ফারুকের ছোট ভাই তিতুমীর ফরাজি ব্যাংকে চাকরি করেন। তিনি বলেন, ‘আমার মেজো ভাই ফারুক এবং আরও দুজন মামাতো ভাই সৌদিপ্রবাসী। তাঁরা একই এলাকায় থাকতেন। সোমবার দুপুরে এক মামাতো ভাই ফোনে আমাকে নিখোঁজের খবর জানান। সেখানকার প্রশাসন অনেক খুঁজেও আমার ভাইকে পায়নি। আমার ভাইকে খুঁজে পেতে সরকারের সহযোগিতা কামনা করছি।’
এ বিষয়ে জানতে চাইলে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, ‘আমাদের জাজিরা এলাকার সৌদিপ্রবাসী ফারুক ফরাজি নামের এক লোক লোহিতসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। ওখানকার কোস্ট গার্ড তাঁকে খুঁজছে। বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি। এ বিষয়ে যদি আমাদের করণীয় কিছু থাকে, তাহলে আমরা করব।’
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৯ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৯ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২২ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২২ মিনিট আগে