নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত ১০ জনকে ঢাকায় আনা হচ্ছে। আজ রোববার বিকেলে রাজধানীর তেজগাঁও পুরান বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।
আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫০ জন সদস্য কাজ করছেন। উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার জন্য সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। পাশাপাশি এ ঘটনায় গুরুতর আহত ১০ জনকে চট্টগ্রাম থেকে ঢাকা স্থানান্তর করা হবে। গতকাল রাত থেকে এ পর্যন্ত চট্টগ্রাম সিএমএইচে ১৫ জন রোগী ভর্তি আছেন। এ ছাড়া নৌবাহিনীর মেডিকেল সেন্টার প্রস্তুত আছে যেকোনো রোগীকে সেবা দিতে। বিমানবাহিনীও প্রস্তুত আছে সেবা দিতে। রোগীদের নিয়ে বিমানবাহিনীর হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিকেল পৌনে ৫টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এ ছাড়া সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার এবং নিরাপত্তা দলও নিয়োজিত রয়েছে। রাসায়নিক দ্রব্যাদি বিস্ফোরণের কারণে আগুনে ক্ষতিগ্রস্ত রাসায়নিক সামগ্রী সমুদ্রে ছড়িয়ে পড়া রোধে দলটি কাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মিলিটারি পুলিশও সহায়তা করছে। তা ছাড়া, বিস্ফোরণে আহতদের চিকিৎসায় সেনাবাহিনীর মেডিকেল টিম গতকাল রাত থেকে কাজ করছে।
সেনাবাহিনীর পাইলট মেজর আতিকুজ্জামান বলেন, ‘সেনাবাহিনীর বিশেষ ইউনিট আর্মি অ্যাভিয়েশন বিভিন্ন জরুরি সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীদের নিয়ে আসে। তারই পরিপ্রেক্ষিতে গতকালের বিস্ফোরণের ঘটনায় এমআই ১৭১ শাহ একটি হেলিকপ্টার ঢাকা থেকে চট্টগ্রামে আহত রোগীদের বহন করে আনার জন্য গিয়েছে। প্রাথমিকভাবে দুজন আসার কথা থাকলেও পরে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আমরা অপেক্ষা করছি। আশা করা যায় আগামী এক ঘণ্টার মধ্যে রোগীদের নিয়ে চলে আসবে।’
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত ১০ জনকে ঢাকায় আনা হচ্ছে। আজ রোববার বিকেলে রাজধানীর তেজগাঁও পুরান বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লে. কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ।
আবদুল্লাহ ইবনে জায়েদ বলেন, সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫০ জন সদস্য কাজ করছেন। উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সহায়তার জন্য সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ দল কাজ করছে। পাশাপাশি এ ঘটনায় গুরুতর আহত ১০ জনকে চট্টগ্রাম থেকে ঢাকা স্থানান্তর করা হবে। গতকাল রাত থেকে এ পর্যন্ত চট্টগ্রাম সিএমএইচে ১৫ জন রোগী ভর্তি আছেন। এ ছাড়া নৌবাহিনীর মেডিকেল সেন্টার প্রস্তুত আছে যেকোনো রোগীকে সেবা দিতে। বিমানবাহিনীও প্রস্তুত আছে সেবা দিতে। রোগীদের নিয়ে বিমানবাহিনীর হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিকেল পৌনে ৫টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এ ছাড়া সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার এবং নিরাপত্তা দলও নিয়োজিত রয়েছে। রাসায়নিক দ্রব্যাদি বিস্ফোরণের কারণে আগুনে ক্ষতিগ্রস্ত রাসায়নিক সামগ্রী সমুদ্রে ছড়িয়ে পড়া রোধে দলটি কাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর মিলিটারি পুলিশও সহায়তা করছে। তা ছাড়া, বিস্ফোরণে আহতদের চিকিৎসায় সেনাবাহিনীর মেডিকেল টিম গতকাল রাত থেকে কাজ করছে।
সেনাবাহিনীর পাইলট মেজর আতিকুজ্জামান বলেন, ‘সেনাবাহিনীর বিশেষ ইউনিট আর্মি অ্যাভিয়েশন বিভিন্ন জরুরি সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীদের নিয়ে আসে। তারই পরিপ্রেক্ষিতে গতকালের বিস্ফোরণের ঘটনায় এমআই ১৭১ শাহ একটি হেলিকপ্টার ঢাকা থেকে চট্টগ্রামে আহত রোগীদের বহন করে আনার জন্য গিয়েছে। প্রাথমিকভাবে দুজন আসার কথা থাকলেও পরে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আমরা অপেক্ষা করছি। আশা করা যায় আগামী এক ঘণ্টার মধ্যে রোগীদের নিয়ে চলে আসবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে