নারায়ণগঞ্জ প্রতিনিধি
নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থী এলাকায় ঢুকতে পারবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। গতকাল বৃহস্পতিবার আড়াইহাজার উপজেলার ঝাউগড়া ঈদগাহ মাঠে দলীয় প্রার্থী সুন্দর আলীকে সঙ্গে নিয়ে উঠান বৈঠকে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। ইতিমধ্যে ২৫ সেকেন্ডের ওই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সংসদ সদস্যের দাবি, এই বক্তব্য কবের সেটা তিনি জানেন না।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া ঈদগাহ মাঠে উঠান বৈঠকের আয়োজন করেন নৌকার পৌর মেয়র প্রার্থী সুন্দর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। আয়োজিত সেই উঠান বৈঠকে প্রায় দুইশত মানুষ উপস্থিত ছিলেন। মেয়র সুন্দর আলীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই ছবি দিয়ে প্রচার চলছে।
অডিওতে শোনা যায়, ‘এলাকায় আইতে পারবে না, এলাকায় ঢুকতে দেওয়া হবে না। নৌকার বাইরের প্রার্থী তাদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না।’ এ সময় উপস্থিত নেতা-কর্মীদের করতালি দিয়ে তার বক্তব্যকে সমর্থন দিতে শোনা যায়। উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা পরিচয় গোপন রাখার শর্তে অডিওর কণ্ঠ সংসদ সদস্যের বলে নিশ্চিত করেন।
একই পৌরসভায় মেয়র পদে লড়ছেন আরও তিনজন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র হাবিবুর রহমান, আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা এবং আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ। আজ শুক্রবার প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পেয়েছেন।
হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার সুন্দর আলীর উঠান বৈঠকে বসে এমপি এমন কথা বলেছেন শুনেছি। এখন তিনি তো আমাদেরও এমপি, সুন্দর আলীরও এমপি। আমরা সব প্রার্থীই তো আওয়ামী লীগ করি। নির্বাচনের পরিবেশ পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে আমি বিপুল ভোটে জয়লাভ করব। আমি এই বক্তব্যের পর নির্বাচন নিয়ে শঙ্কা করছি না। কিন্তু, উনি তো আমাদের সবার এমপি, কথা বললে তো ওনার বিরুদ্ধে বলা হবে। ওনার পক্ষেই তো আমরা গুণগান গাই। এমপির কাছে আমাদের সবার দাবি আছে। যেহেতু বিএনপির কেউ নাই, সবাই আওয়ামী লীগের। সবাইকে সমান চোখে দেখলে ভালো হতো।’
একই বিষয়ে অন্য দুই প্রার্থী মেহের আলী মোল্লা এবং মামুন অর রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হননি। মূলত প্রার্থীদের সকলেই স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর অনুসারী হিসেবে পরিচিত।
অভিযোগের বিষয়ে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমি নিজেও দেখেছি। ছবিটা হচ্ছে মনোনয়নের দিনের ছবি, আর বক্তব্য কবের সেটা আমি নিজেও জানি না। আমার এলাকায় তো সবাই আওয়ামী লীগের প্রার্থী। আমাকে বক্তব্য দিতে হবে না, আড়াইহাজারের সবাই নৌকার পক্ষেই ভোট দিবে। এখানকার বাসিন্দারা নৌকাতেই উন্নয়নের ছোঁয়া পেয়েছেন।’
ঝাউগড়া ইদগাহ মাঠের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কিনা এমন প্রশ্নে বলেন, ‘আমি শুধু ঝাউগড়া নয়, আমি সবখানেই যাই। আমি এই এলাকার সন্তান। আমি নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে চলি। এখন এলাকায় এলাকায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ হচ্ছে, আমি সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলাম, প্রার্থীর জন্য না। আড়াইহাজারে সুষ্ঠ, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে। নীতিমালা নির্দেশনা মেনেই নির্বাচন হবে, এখানে সংসদ সদস্যের কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘আড়াইহাজারের পৌর নির্বাচন নিয়ে ইতিপূর্বেও বেশ কয়েকটি আচরণবিধি লঙ্ঘন হতে দেখেছি। এটা নিন্দনীয় যে একজন আইন প্রণেতা এই ধরনের মন্তব্য করেন এবং আচরণবিধি ভঙ্গ করে প্রার্থীর পক্ষে উঠান বৈঠক, প্রচারণা চালান। আমরা দাবি জানাব নির্বাচন কমিশন বিষয়টি দেখবে এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।’
বিষয়টি নিয়ে কেউ মৌখিক বা লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বলেন, আজকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে প্রার্থীদের। আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। আপনার কাছেই বিষয়টি শুনলাম। অভিযোগ দিলে আমি ব্যবস্থা নিতে পারতাম।’
নৌকা ছাড়া অন্য কোনো প্রার্থী এলাকায় ঢুকতে পারবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। গতকাল বৃহস্পতিবার আড়াইহাজার উপজেলার ঝাউগড়া ঈদগাহ মাঠে দলীয় প্রার্থী সুন্দর আলীকে সঙ্গে নিয়ে উঠান বৈঠকে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন। ইতিমধ্যে ২৫ সেকেন্ডের ওই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সংসদ সদস্যের দাবি, এই বক্তব্য কবের সেটা তিনি জানেন না।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় আড়াইহাজার পৌরসভার ঝাউগড়া ঈদগাহ মাঠে উঠান বৈঠকের আয়োজন করেন নৌকার পৌর মেয়র প্রার্থী সুন্দর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। আয়োজিত সেই উঠান বৈঠকে প্রায় দুইশত মানুষ উপস্থিত ছিলেন। মেয়র সুন্দর আলীর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই ছবি দিয়ে প্রচার চলছে।
অডিওতে শোনা যায়, ‘এলাকায় আইতে পারবে না, এলাকায় ঢুকতে দেওয়া হবে না। নৌকার বাইরের প্রার্থী তাদের এলাকায় ঢুকতে দেওয়া হবে না।’ এ সময় উপস্থিত নেতা-কর্মীদের করতালি দিয়ে তার বক্তব্যকে সমর্থন দিতে শোনা যায়। উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা পরিচয় গোপন রাখার শর্তে অডিওর কণ্ঠ সংসদ সদস্যের বলে নিশ্চিত করেন।
একই পৌরসভায় মেয়র পদে লড়ছেন আরও তিনজন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র হাবিবুর রহমান, আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা এবং আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন অর রশিদ। আজ শুক্রবার প্রার্থীরা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পেয়েছেন।
হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার সুন্দর আলীর উঠান বৈঠকে বসে এমপি এমন কথা বলেছেন শুনেছি। এখন তিনি তো আমাদেরও এমপি, সুন্দর আলীরও এমপি। আমরা সব প্রার্থীই তো আওয়ামী লীগ করি। নির্বাচনের পরিবেশ পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে আমি বিপুল ভোটে জয়লাভ করব। আমি এই বক্তব্যের পর নির্বাচন নিয়ে শঙ্কা করছি না। কিন্তু, উনি তো আমাদের সবার এমপি, কথা বললে তো ওনার বিরুদ্ধে বলা হবে। ওনার পক্ষেই তো আমরা গুণগান গাই। এমপির কাছে আমাদের সবার দাবি আছে। যেহেতু বিএনপির কেউ নাই, সবাই আওয়ামী লীগের। সবাইকে সমান চোখে দেখলে ভালো হতো।’
একই বিষয়ে অন্য দুই প্রার্থী মেহের আলী মোল্লা এবং মামুন অর রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজি হননি। মূলত প্রার্থীদের সকলেই স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর অনুসারী হিসেবে পরিচিত।
অভিযোগের বিষয়ে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘এটা আমি নিজেও দেখেছি। ছবিটা হচ্ছে মনোনয়নের দিনের ছবি, আর বক্তব্য কবের সেটা আমি নিজেও জানি না। আমার এলাকায় তো সবাই আওয়ামী লীগের প্রার্থী। আমাকে বক্তব্য দিতে হবে না, আড়াইহাজারের সবাই নৌকার পক্ষেই ভোট দিবে। এখানকার বাসিন্দারা নৌকাতেই উন্নয়নের ছোঁয়া পেয়েছেন।’
ঝাউগড়া ইদগাহ মাঠের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কিনা এমন প্রশ্নে বলেন, ‘আমি শুধু ঝাউগড়া নয়, আমি সবখানেই যাই। আমি এই এলাকার সন্তান। আমি নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে চলি। এখন এলাকায় এলাকায় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ হচ্ছে, আমি সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলাম, প্রার্থীর জন্য না। আড়াইহাজারে সুষ্ঠ, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হবে। নীতিমালা নির্দেশনা মেনেই নির্বাচন হবে, এখানে সংসদ সদস্যের কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল আজকের পত্রিকাকে বলেন, ‘আড়াইহাজারের পৌর নির্বাচন নিয়ে ইতিপূর্বেও বেশ কয়েকটি আচরণবিধি লঙ্ঘন হতে দেখেছি। এটা নিন্দনীয় যে একজন আইন প্রণেতা এই ধরনের মন্তব্য করেন এবং আচরণবিধি ভঙ্গ করে প্রার্থীর পক্ষে উঠান বৈঠক, প্রচারণা চালান। আমরা দাবি জানাব নির্বাচন কমিশন বিষয়টি দেখবে এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে।’
বিষয়টি নিয়ে কেউ মৌখিক বা লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বলেন, আজকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে প্রার্থীদের। আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি। আপনার কাছেই বিষয়টি শুনলাম। অভিযোগ দিলে আমি ব্যবস্থা নিতে পারতাম।’
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে ৯০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পাঁচটি ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনা হয়েছে।
৬ মিনিট আগেচকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. ইউসুফ আলী পাটোয়ারীকে (৬৫) গ্রেপ্তার করেছে কদমতলী থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোরে সবুজবাগের বাসাবো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড
১২ মিনিট আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়িতে হামলা করে এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে। তবে অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সঞ্চয় নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
১৪ মিনিট আগেরাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরের পানিতে ডুবে নিরব (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা ১টার দিকে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের পুকুরে ডুবে যায় নিরব। পরে তার বন্ধুরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক
১৫ মিনিট আগে