প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)
দাদুর সঙ্গে কাঁচপুর যাওয়ার পথে হারিয়ে গিয়েছিল সে। আট-নয় বছর বয়সী মেয়েটির নাম জান্নাতুল ফেরদৌস। আজ সোমবার পর্যন্ত তার ঠিকানা জোগাড় করা সম্ভব হয়নি।
ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকার বাস স্ট্যান্ডে গত শনিবার জান্নাতুল ফেরদৌসকে একা ঘুরতে দেখা যায়। দাদুর সঙ্গে কাঁচপুর যাওয়ার পথে রাজধানী ঢাকার গুলিস্তান এলাকায় হারিয়ে যায় সে। পরে এক অটোরিকশা চালক তাকে গুলিস্তান থেকে নবাবগঞ্জের একটি বাসে উঠিয়ে দেয়। গত শনিবার আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে নবাবগঞ্জের মাঝিরকান্দায় তাকে নামিয়ে দেয় বাস।
শনিবার বিকেলে বাস স্ট্যান্ডে জান্নাতকে কান্নাকাটি করতে দেখেন পাশের স্থানীয় বাসিন্দা মো. স্বপন। পরে স্বপন তাকে নিজের বাসায় নিয়ে যান। সেখানে স্বপনের স্ত্রীই জান্নাতকে দেখভাল করছেন। এখনো সে সেখানেই আছে।
নিজের সম্পর্কে জান্নাত বলছে, তার বাবার নাম সোহেল, মায়ের নাম ইয়াসমিন এবং বাড়ি কাঁচপুর। সে একটি বাসায় কাজ করত। সেখান থেকে দাদুর সঙ্গে বাড়ি যাওয়ার সময় গুলিস্তানে সে হারিয়ে যায়। ওখানে এক অটোরিকশা চালক তাকে একটা বাসে উঠিয়ে দেয়। তারপর সে এখানে আসে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘এমন কোনো তথ্য আমার জানা নেই। এই বিষয়গুলো সমাজ সেবা অফিস দেখে থাকে।’
নবাবগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। বাচ্চাটি যাদের কাছে আছে, তাঁরা থানায় বিষয়টি জানালে থানা-পুলিশ বিষয়টি দেখবে। যদি থানা-পুলিশ সন্ধান না পায়, তাহলে আমরা বাচ্চাটির বিষয়ে ব্যবস্থা নেব।’
দাদুর সঙ্গে কাঁচপুর যাওয়ার পথে হারিয়ে গিয়েছিল সে। আট-নয় বছর বয়সী মেয়েটির নাম জান্নাতুল ফেরদৌস। আজ সোমবার পর্যন্ত তার ঠিকানা জোগাড় করা সম্ভব হয়নি।
ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা এলাকার বাস স্ট্যান্ডে গত শনিবার জান্নাতুল ফেরদৌসকে একা ঘুরতে দেখা যায়। দাদুর সঙ্গে কাঁচপুর যাওয়ার পথে রাজধানী ঢাকার গুলিস্তান এলাকায় হারিয়ে যায় সে। পরে এক অটোরিকশা চালক তাকে গুলিস্তান থেকে নবাবগঞ্জের একটি বাসে উঠিয়ে দেয়। গত শনিবার আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে নবাবগঞ্জের মাঝিরকান্দায় তাকে নামিয়ে দেয় বাস।
শনিবার বিকেলে বাস স্ট্যান্ডে জান্নাতকে কান্নাকাটি করতে দেখেন পাশের স্থানীয় বাসিন্দা মো. স্বপন। পরে স্বপন তাকে নিজের বাসায় নিয়ে যান। সেখানে স্বপনের স্ত্রীই জান্নাতকে দেখভাল করছেন। এখনো সে সেখানেই আছে।
নিজের সম্পর্কে জান্নাত বলছে, তার বাবার নাম সোহেল, মায়ের নাম ইয়াসমিন এবং বাড়ি কাঁচপুর। সে একটি বাসায় কাজ করত। সেখান থেকে দাদুর সঙ্গে বাড়ি যাওয়ার সময় গুলিস্তানে সে হারিয়ে যায়। ওখানে এক অটোরিকশা চালক তাকে একটা বাসে উঠিয়ে দেয়। তারপর সে এখানে আসে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, ‘এমন কোনো তথ্য আমার জানা নেই। এই বিষয়গুলো সমাজ সেবা অফিস দেখে থাকে।’
নবাবগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। বাচ্চাটি যাদের কাছে আছে, তাঁরা থানায় বিষয়টি জানালে থানা-পুলিশ বিষয়টি দেখবে। যদি থানা-পুলিশ সন্ধান না পায়, তাহলে আমরা বাচ্চাটির বিষয়ে ব্যবস্থা নেব।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৪৪ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
১ ঘণ্টা আগে