Ajker Patrika

পাংশায় সরকারি কলেজে ৭৫ পরীক্ষার্থীর মধ্যে ২ জন বাদে সবাই ফেল 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
পাংশায় সরকারি কলেজে ৭৫ পরীক্ষার্থীর মধ্যে ২ জন বাদে সবাই ফেল 

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৫ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে পাস করেছেন ২ জন। গতকাল রোববার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা গেছে। 

জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। ২০২১ সালে কলেজটি সরকারিকরণ করা হয়। কলেজটিতে অধ্যক্ষসহ পাঠদানের জন্য রয়েছেন ২৭ জন শিক্ষক। 

আজ সোমবার সরেজমিন কলেজে দেখা যায়, কলেজে অধ্যক্ষ নেই। অন্যান্য শিক্ষকেরা কলেজের মাঠে গল্প করছেন। সাংবাদিক জেনে কয়েকজন শিক্ষক শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান শুরু করেন। নোটিশ বোর্ডে নেই পরীক্ষার ফলাফল। কয়েকজন শিক্ষকের কাছে পরীক্ষার ফল জানতে চাইলে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে বলেন। কলেজের কোনো শিক্ষক কথা বলতে রাজি হননি। 

কলেজের অধ্যক্ষ মো. নবিউল ইসলাম মোবাইল ফোনে বলেন, ‘আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। একটা ফাইলের কাজ করছি। আপনি কলেজের অন্যান্য সিনিয়র শিক্ষকদের সঙ্গে কথা বলেন।’ 

এ বিষয়ে সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজমল আল বাহার বলেন, কলেজটি সরকারি হওয়ার আগে ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হতো। তখন কলেজটি ভালোই চলছিল, পরীক্ষার রেজাল্টও ভালো হয়েছে। বর্তমানে সরকারি হওয়াতে মনে হচ্ছে, শিক্ষকদের লাগাম ধরার মতো কেউ নেই। এমন চলতে থাকলে এলাকার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত