নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক মো. আক্তারুজ্জামান সিনবাদের বিরুদ্ধে যৌন হেনস্তা ও ইভ টিজিংয়ের অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। এক লিখিত প্রতিবাদলিপিতে শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।
প্রতিবাদলিপিতে বলা হয়, ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন সকালে চারুকলা অনুষদ প্রাঙ্গণে এই শিক্ষকের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন এক বুয়েট শিক্ষার্থী। মঙ্গল শোভাযাত্রার পরবর্তী মুহূর্তে চারুকলা অনুষদে অন্য বন্ধুসহ বসেছিলেন এই বুয়েট শিক্ষার্থী। এমন সময় ওই শিক্ষার্থীকে ক্রমাগত অশ্লীল মুখভঙ্গি ও বখাটের মতো শিস দিতে থাকেন চারুকলা অনুষদের এই শিক্ষক। উপস্থিত শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ করলে তিনি হুমকি-ধমকি দিয়ে এমন আচরণের বৈধতা দেওয়ার চেষ্টা করেন।
সাধারণ শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, এই ঘটনার আগের রাতে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিপর্বে জয়নুল শিল্পকলা নিকেতন কক্ষে এই শিক্ষক চারুকলা অনুষদের তিন নারী শিক্ষার্থীর সঙ্গেও বিকৃত ও অপ্রীতিকর আচরণ করেন। উল্লিখিত দুটি ঘটনার বিচার চেয়ে শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন ও অনুষদের যৌন নিপীড়নবিরোধী সেলে লিখিত অভিযোগ দিয়েছেন হেনস্তার শিকার শিক্ষার্থীরা।
এই ঘটনার বিচার চেয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে চারুকলা বিভাগের শিক্ষার্থী জামান পুলক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি এবং শিল্পকলার ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী, আমরা চারুকলার দুই বন্ধু এবং আমাদের ব্যাচমেট এক বুয়েট শিক্ষার্থী (মেয়ে বন্ধু) তখন চারুকলায় প্রিন্ট মেকিং বিভাগের সামনে বসেছিলাম শোভাযাত্রা শেষ করে। শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক সিনবাদ স্যার তখন সেখানে এসে হাঁটতে হাঁটতে শিস বাজাতে থাকেন। আমাদের উল্টো পাশে বুয়েটের বান্ধবী সামনাসামনি বসা, আমাদের পেছনে ছিলেন সিনবাদ স্যার। তিনি আমাদের বান্ধবীর উদ্দেশে ইশারায়, মানে চোখ টিপে বাজে ইঙ্গিত করেন। তখন সে আমাদের জানায়, “এই দ্যাখো একটা লোক আমাকে অশ্লীল অঙ্গভঙ্গি করছে।” একপর্যায়ে এগিয়ে গিয়ে সে জিজ্ঞেস করে, “আপনার কিছু বলার আছে? বলার থাকলে সরাসরি বলতে পারেন। এ রকম দূর থেকে সিটি বাজাচ্ছেন, বাজে ইশারা করছেন কেন?” আমরা এগিয়ে গেলে তিনি আমাকে জিজ্ঞেস করেন, আমি হলে থাকি কি না। একপর্যায়ে প্রাক্তন শিক্ষার্থীরা এসে আমাকে সরিয়ে নিয়ে যান। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে এমন আচরণ আশা করি নাই। আমরা এই ঘটনার বিচার চাই।’
মঙ্গল শোভাযাত্রার আগের দিন যে তিনজন শিক্ষার্থী যৌন হেনস্তার শিকার হয়েছিলেন, তাঁদের একজন কারুশিল্প বিভাগের শিক্ষার্থী। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘১৩ তারিখ চারুকলার স্কুলঘরে আমি ও আমার কয়েকজন সহপাঠী অবস্থান করছিলাম। সেই সময় সিনবাদ স্যারসহ পুলক বাড়ৈ (চারুকলার ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী), শুভ্র বাড়ৈ (ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থী) সেখানে প্রবেশ করে। শুভ্র বাড়ৈ আমার বান্ধবীকে তার গালে নকশা এঁকে দিতে বলে। এরপর তারা আমার সেই বান্ধবীকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ ইঙ্গিত করে এবং একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করে। তারা অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গী এবং শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করে। তাদের এই আচরণ শিক্ষক বা ছাত্রসুলভ মনে না হওয়ায় আমি তাদের চারুকলার কেউ কি না জিজ্ঞেস করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং আমাকে হুমকি দিতে থাকে।’ এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান ওই শিক্ষার্থী।
যৌন হেনস্তার লিখিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক মো. আক্তারুজ্জামান সিনবাদ বলেন, ‘এই বিষয়ে আমার কাছে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে। আমি সেটা নিয়েই ভাবছি। আশা রাখি তখন সব সত্য বেরিয়ে আসবে।’
এ বিষয়ে চারুকলা অনুষদের ডিন শিল্পী অধ্যাপক নিসার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। গত ১৮ এপ্রিল (চারুকলার শিক্ষার্থীরা) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরে গত ২১ এপ্রিল বুয়েটের শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছে। আমরা সেটা যাচাইবাছাই করতে শিক্ষার্থীদের বক্তব্য নিয়েছি। একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এসেছে। চাইলেই তো একজন শিক্ষককে আমরা জিজ্ঞেস করতে পারি না। গতকাল শিক্ষক মহোদয়ের কাছে লিখিত বক্তব্য জানতে চাওয়া হয়েছে, যা ঈদের পর ৮ মের মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে। তার পর ক্রসচেক করে আমরা সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠাব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক মো. আক্তারুজ্জামান সিনবাদের বিরুদ্ধে যৌন হেনস্তা ও ইভ টিজিংয়ের অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। এক লিখিত প্রতিবাদলিপিতে শিক্ষার্থীরা এ অভিযোগ করেন।
প্রতিবাদলিপিতে বলা হয়, ১৪ এপ্রিল পয়লা বৈশাখের দিন সকালে চারুকলা অনুষদ প্রাঙ্গণে এই শিক্ষকের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন এক বুয়েট শিক্ষার্থী। মঙ্গল শোভাযাত্রার পরবর্তী মুহূর্তে চারুকলা অনুষদে অন্য বন্ধুসহ বসেছিলেন এই বুয়েট শিক্ষার্থী। এমন সময় ওই শিক্ষার্থীকে ক্রমাগত অশ্লীল মুখভঙ্গি ও বখাটের মতো শিস দিতে থাকেন চারুকলা অনুষদের এই শিক্ষক। উপস্থিত শিক্ষার্থীরা এই ঘটনার প্রতিবাদ করলে তিনি হুমকি-ধমকি দিয়ে এমন আচরণের বৈধতা দেওয়ার চেষ্টা করেন।
সাধারণ শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, এই ঘটনার আগের রাতে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতিপর্বে জয়নুল শিল্পকলা নিকেতন কক্ষে এই শিক্ষক চারুকলা অনুষদের তিন নারী শিক্ষার্থীর সঙ্গেও বিকৃত ও অপ্রীতিকর আচরণ করেন। উল্লিখিত দুটি ঘটনার বিচার চেয়ে শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান, অনুষদের ডিন ও অনুষদের যৌন নিপীড়নবিরোধী সেলে লিখিত অভিযোগ দিয়েছেন হেনস্তার শিকার শিক্ষার্থীরা।
এই ঘটনার বিচার চেয়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে চারুকলা বিভাগের শিক্ষার্থী জামান পুলক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি এবং শিল্পকলার ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী, আমরা চারুকলার দুই বন্ধু এবং আমাদের ব্যাচমেট এক বুয়েট শিক্ষার্থী (মেয়ে বন্ধু) তখন চারুকলায় প্রিন্ট মেকিং বিভাগের সামনে বসেছিলাম শোভাযাত্রা শেষ করে। শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক সিনবাদ স্যার তখন সেখানে এসে হাঁটতে হাঁটতে শিস বাজাতে থাকেন। আমাদের উল্টো পাশে বুয়েটের বান্ধবী সামনাসামনি বসা, আমাদের পেছনে ছিলেন সিনবাদ স্যার। তিনি আমাদের বান্ধবীর উদ্দেশে ইশারায়, মানে চোখ টিপে বাজে ইঙ্গিত করেন। তখন সে আমাদের জানায়, “এই দ্যাখো একটা লোক আমাকে অশ্লীল অঙ্গভঙ্গি করছে।” একপর্যায়ে এগিয়ে গিয়ে সে জিজ্ঞেস করে, “আপনার কিছু বলার আছে? বলার থাকলে সরাসরি বলতে পারেন। এ রকম দূর থেকে সিটি বাজাচ্ছেন, বাজে ইশারা করছেন কেন?” আমরা এগিয়ে গেলে তিনি আমাকে জিজ্ঞেস করেন, আমি হলে থাকি কি না। একপর্যায়ে প্রাক্তন শিক্ষার্থীরা এসে আমাকে সরিয়ে নিয়ে যান। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছে এমন আচরণ আশা করি নাই। আমরা এই ঘটনার বিচার চাই।’
মঙ্গল শোভাযাত্রার আগের দিন যে তিনজন শিক্ষার্থী যৌন হেনস্তার শিকার হয়েছিলেন, তাঁদের একজন কারুশিল্প বিভাগের শিক্ষার্থী। তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘১৩ তারিখ চারুকলার স্কুলঘরে আমি ও আমার কয়েকজন সহপাঠী অবস্থান করছিলাম। সেই সময় সিনবাদ স্যারসহ পুলক বাড়ৈ (চারুকলার ভাস্কর্য বিভাগের শিক্ষার্থী), শুভ্র বাড়ৈ (ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থী) সেখানে প্রবেশ করে। শুভ্র বাড়ৈ আমার বান্ধবীকে তার গালে নকশা এঁকে দিতে বলে। এরপর তারা আমার সেই বান্ধবীকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ ইঙ্গিত করে এবং একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করে। তারা অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গী এবং শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ করে। তাদের এই আচরণ শিক্ষক বা ছাত্রসুলভ মনে না হওয়ায় আমি তাদের চারুকলার কেউ কি না জিজ্ঞেস করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে যায় এবং আমাকে হুমকি দিতে থাকে।’ এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান ওই শিক্ষার্থী।
যৌন হেনস্তার লিখিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষক মো. আক্তারুজ্জামান সিনবাদ বলেন, ‘এই বিষয়ে আমার কাছে লিখিত বক্তব্য চাওয়া হয়েছে। আমি সেটা নিয়েই ভাবছি। আশা রাখি তখন সব সত্য বেরিয়ে আসবে।’
এ বিষয়ে চারুকলা অনুষদের ডিন শিল্পী অধ্যাপক নিসার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। গত ১৮ এপ্রিল (চারুকলার শিক্ষার্থীরা) লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পরে গত ২১ এপ্রিল বুয়েটের শিক্ষার্থী লিখিত অভিযোগ দিয়েছে। আমরা সেটা যাচাইবাছাই করতে শিক্ষার্থীদের বক্তব্য নিয়েছি। একজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এসেছে। চাইলেই তো একজন শিক্ষককে আমরা জিজ্ঞেস করতে পারি না। গতকাল শিক্ষক মহোদয়ের কাছে লিখিত বক্তব্য জানতে চাওয়া হয়েছে, যা ঈদের পর ৮ মের মধ্যে দেওয়ার কথা বলা হয়েছে। তার পর ক্রসচেক করে আমরা সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠাব।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ ঘণ্টা আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে