Ajker Patrika

নারায়ণগঞ্জে শেখ হাসিনা- শামীম ওসমানসহ ১৮৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৮: ২৫
নারায়ণগঞ্জে শেখ হাসিনা- শামীম ওসমানসহ ১৮৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা

বৈষম্যবিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জে গুলিতে পরিবহনশ্রমিক জনি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শামীম ওসমানসহ ১৮৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ মঙ্গলবার সোনারগাঁ থানায় মামলাটি দায়ের করেন নিহত শ্রমিকের বাবা ইয়াসিন মিয়া। মামলায় অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কাঁচপুর এলাকায় মহাসড়কে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিক নিহতের ঘটনায় মামলা নেওয়া হয়েছে।’ 

নামীয় বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম, জ্যেষ্ঠ সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার প্রমুখ। 

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, নিহত জনি নাফ গাড়িতে হেলপারের (সহকারী) কাজ করতেন। গত ২০ জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এক জোট হয়ে পিস্তল, শটগান, ককটেল ও লাঠি নিয়ে কাঁচপুর নার্সারির সামনে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। 

এ সময় ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ও মারধর করেন তাঁরা। ওই দিন বিকেলে কাঁচপুর সেতুর ঢালে বুকে দুটি গুলি লাগে জনির। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত