রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি উজীর আলী।
দণ্ডপ্রাপ্ত রোজিনা বেগম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের আব্দুল বারেক শেখের স্ত্রী।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ নভেম্বর রাতে নুরজাহান বেগম তাঁর নাতনিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। পরদিন ভোরে নুরজাহান বেগমের ছেলে বারেক শেখ খেতে কাজ করতে যান। বাড়ি ফিরে এসে দেখেন তাঁর মায়ের মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে।
এ ঘটনায় ২৪ নভেম্বর আব্দুল বারেক শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তে বেরিয়ে আসে পুত্রবধূ রোজিনা বেগম তাঁর শাশুড়ি নুরজাহানকে কুপিয়ে হত্যা করেছেন। পরে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেওয়া হয়।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও কাগজপত্র পর্যালোচনা করে আদালতের বিচারক রোজিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি উজীর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রোজিনা বেগম ব্লেড দিয়ে তাঁর শাশুড়িকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেন। এ মামলায় বিচারক যে সাজা দিয়েছেন তা ন্যায়সংগত হয়েছে বলে মনে করি।’
রাজবাড়ীতে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি উজীর আলী।
দণ্ডপ্রাপ্ত রোজিনা বেগম রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের আব্দুল বারেক শেখের স্ত্রী।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৩ নভেম্বর রাতে নুরজাহান বেগম তাঁর নাতনিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। পরদিন ভোরে নুরজাহান বেগমের ছেলে বারেক শেখ খেতে কাজ করতে যান। বাড়ি ফিরে এসে দেখেন তাঁর মায়ের মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে।
এ ঘটনায় ২৪ নভেম্বর আব্দুল বারেক শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তে বেরিয়ে আসে পুত্রবধূ রোজিনা বেগম তাঁর শাশুড়ি নুরজাহানকে কুপিয়ে হত্যা করেছেন। পরে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেওয়া হয়।
দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও কাগজপত্র পর্যালোচনা করে আদালতের বিচারক রোজিনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পিপি উজীর আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রোজিনা বেগম ব্লেড দিয়ে তাঁর শাশুড়িকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেন। এ মামলায় বিচারক যে সাজা দিয়েছেন তা ন্যায়সংগত হয়েছে বলে মনে করি।’
সিলেটের রাজনীতির ‘সৌন্দর্য’ প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সৌহার্দ্য। চোরাচালান, বালু-পাথর লুটসহ নানা অপকর্মেও তাঁদের ‘মিলমিশের’ বিষয়টিও বেশ আলোচিত-সমালোচিত। বিখ্যাত পর্যটন স্পট সাদাপাথরের পাথর লুটের পর বিষয়টি আবার আলোচনায় এসেছে। পাথর লুটপাটে বিএনপির অন্তত ২৮ নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগেসাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
১ ঘণ্টা আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
২ ঘণ্টা আগে