নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আজকে যারা এই প্রজন্মের আছেন তাদের বলতে চাই। ডোন্ট ডু দ্যা পলিটিকস, জাস্ট ডু ওয়ান থিং, দেশটাকে ভালোবাসো। দেশ ভালো থাকলে তোমরা ভালো থাকবে। আমরা আজকে বঙ্গবন্ধু আর শেখ হাসিনাকে আওয়ামীকরণ করে ফেলছি। তাঁরা শুধু আওয়ামী লীগের নয়। তাঁরা গোটা জাতির সম্পদ। প্রধানমন্ত্রী হচ্ছে স্বপ্ন পূরণের আদর্শ। তিনি প্রমাণ করেছেন দেশ কারও ওপর ভরসা করে নয়, নিজের পায়ে দাঁড়াতে সক্ষম।
আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির সম্মাননা পদক অনুষ্ঠান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এদিন অনুষ্ঠানে পাঁচজন বিশিষ্ট শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়।
শামীম ওসমান বলেন, ‘আজ দেশে অনেকেই গণতন্ত্রের ডেফিনেশন দেয়। অনেক বড় বড় কথা বলে সুশীল, কুশীল, আঁতেল যারা আছে। মাথায় আস্তে আস্তে রক্ত উঠতেছে। যেদিন ফাইনালি উঠে যাবে সেদিন কেউ থাকবে না মাঠে। রাজনীতি মন থেকে করি মাথা দিয়ে নয়। যারা মন থেকে রাজনীতিটা করি তাদেরকে নানান সময় ধাক্কা খেতে হয়। সামনেও ধাক্কা আসবে এটা সত্যি। আমরা রাস্তার লোক, রাস্তা থেকেই সৃষ্টি হয়েছি। পার্লামেন্টে জিজ্ঞাস করেছি কিসের উপমা দেন? যখন একজন নারীর পুরো পরিবারকে হত্যার পর তাঁর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। সমস্ত গণতন্ত্রের চর্চা কেবল আমাদেরই করতে হবে? সমস্ত দায় দায়িত্ব কেবল শেখ হাসিনারই?’
এমপি আরও বলেন, ‘সামনে কঠিন দিন আসছে। হয়তো আমি শামীম সেদিন থাকব না। তবে এটা নিশ্চিত যে ওরা জিততে পারবে না। ওরা বারবার পরাজিত হয়েছে। ওরা একাত্তরে পরাজিত হয়েছে, আগামীতেও পরাজিত হবে ইনশা আল্লাহ। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, জেলা কালচারাল অফিসার রুনা লায়লা।
নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আজকে যারা এই প্রজন্মের আছেন তাদের বলতে চাই। ডোন্ট ডু দ্যা পলিটিকস, জাস্ট ডু ওয়ান থিং, দেশটাকে ভালোবাসো। দেশ ভালো থাকলে তোমরা ভালো থাকবে। আমরা আজকে বঙ্গবন্ধু আর শেখ হাসিনাকে আওয়ামীকরণ করে ফেলছি। তাঁরা শুধু আওয়ামী লীগের নয়। তাঁরা গোটা জাতির সম্পদ। প্রধানমন্ত্রী হচ্ছে স্বপ্ন পূরণের আদর্শ। তিনি প্রমাণ করেছেন দেশ কারও ওপর ভরসা করে নয়, নিজের পায়ে দাঁড়াতে সক্ষম।
আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির সম্মাননা পদক অনুষ্ঠান প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এদিন অনুষ্ঠানে পাঁচজন বিশিষ্ট শিল্পীকে সম্মাননা প্রদান করা হয়।
শামীম ওসমান বলেন, ‘আজ দেশে অনেকেই গণতন্ত্রের ডেফিনেশন দেয়। অনেক বড় বড় কথা বলে সুশীল, কুশীল, আঁতেল যারা আছে। মাথায় আস্তে আস্তে রক্ত উঠতেছে। যেদিন ফাইনালি উঠে যাবে সেদিন কেউ থাকবে না মাঠে। রাজনীতি মন থেকে করি মাথা দিয়ে নয়। যারা মন থেকে রাজনীতিটা করি তাদেরকে নানান সময় ধাক্কা খেতে হয়। সামনেও ধাক্কা আসবে এটা সত্যি। আমরা রাস্তার লোক, রাস্তা থেকেই সৃষ্টি হয়েছি। পার্লামেন্টে জিজ্ঞাস করেছি কিসের উপমা দেন? যখন একজন নারীর পুরো পরিবারকে হত্যার পর তাঁর বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। সমস্ত গণতন্ত্রের চর্চা কেবল আমাদেরই করতে হবে? সমস্ত দায় দায়িত্ব কেবল শেখ হাসিনারই?’
এমপি আরও বলেন, ‘সামনে কঠিন দিন আসছে। হয়তো আমি শামীম সেদিন থাকব না। তবে এটা নিশ্চিত যে ওরা জিততে পারবে না। ওরা বারবার পরাজিত হয়েছে। ওরা একাত্তরে পরাজিত হয়েছে, আগামীতেও পরাজিত হবে ইনশা আল্লাহ। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, জেলা কালচারাল অফিসার রুনা লায়লা।
গোপালগঞ্জে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে শিক্ষক মোহাম্মদ মিরাজ হোসেনকে (৪০) আসামি করে মামলাটি দায়ের করেছেন।
৮ মিনিট আগেবৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালি হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে খাগড়াছড়ি শহরের টাউন হল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম।
৩৯ মিনিট আগেমাদারীপুরের শিবচরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির লোকজনের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ২৫ জন। আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শিবচরের চরশ্যামাইল এলাকার পৌরভবন ২-এর কাছে এ হামলার ঘটনা ঘটে। জয় বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগের লো
১ ঘণ্টা আগেপুলিশ বলছে, দুটি লাশই বিকৃত অবস্থায় পাওয়া যায়। যাত্রীর আসনে থাকা মরদেহের মুখ থেঁতলানো অবস্থায় ছিল। গাড়ির সব দরজা খোলা ছিল। তাঁদের মৃত্যুর কারণ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছুই জানায়নি তারা।
১ ঘণ্টা আগে