Ajker Patrika

জাবি শিক্ষক সমিতির সভাপতি সোহেল, সম্পাদক আইরিন

জাবি প্রতিনিধি
অধ্যাপক সোহেল রানা ও অধ্যাপক আইরিন আক্তার। ছবি: সংগৃহীত
অধ্যাপক সোহেল রানা ও অধ্যাপক আইরিন আক্তার। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানা ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক আইরিন আক্তার।

আজ বুধবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বেলা ১টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে বেলা আড়াইটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক অনিরুদ্ধ কাহালি।

জাবি শিক্ষক সমিতির ২০২৫ সালের নির্বাহী পরিষদ নির্বাচনে সর্বমোট ১৫টি পদের মধ্যে ১৪টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে অধ্যাপক আইরিন আক্তার ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সম্পাদক পদে অন্য দুই প্রার্থীর মধ্যে গণিত বিভাগের অধ্যাপক মাহতাব উদ্দিন আহমেদ ১৫৭ ভোট পেয়েছেন এবং পদার্থবিজ্ঞান অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার ৮০ ভোট পেয়েছেন।

অধ্যাপক আইরিন আক্তার ও অধ্যাপক মাহতাব উদ্দিন আহমেদ আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত এবং অধ্যাপক মো. কবির উদ্দিন সিকদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন।

এ ছাড়া নির্বাচনে সহসভাপতি পদে ইতিহাস বিভাগের অধ্যাপক মো. এমরান জাহান, কোষাধ্যক্ষ পদে ফার্মেসি বিভাগের অধ্যাপক মাসুম শাহরিয়ার, যুগ্ম-সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্যের ১০টি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যরা হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈফ মো. মুনতাকিনুল বারী চৌধুরী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, অধ্যাপক আমিনুর রহমান খান, ইতিহাস বিভাগের অধ্যাপক লুৎফুল এলাহী, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নাহিদ আখতার, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুস সবুর।

বিশ্লেষণ করে দেখা গেছে, শিক্ষক সমিতির নির্বাচিত পরিষদের সভাপতি অধ্যাপক সোহেল রানা, কোষাধ্যক্ষ মাসুম শাহরিয়ার, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রায়হান শরীফ, নির্বাহী সদস্য আবু সাইদ মো. মুনতাকিমুল বারী চৌধুরী, আমিনুর রহমান খান, নাহিদ আখতার, বোরহান উদ্দিন, মুহাম্মদ শফিকুল ইসলামের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাঁরা বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা সবাই বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত।

অন্যদিকে সমিতির নির্বাচিত পরিষদের সহসভাপতি অধ্যাপক মো. এমরান জাহান, নির্বাহী সদস্য লুৎফুল এলাহী, আমিনা ইসলাম, মোহাম্মদ মাহাবুবুর রহমান, মোহাম্মদ আমজাদ হোসেন, মো. আবদুস সবুর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা সবাই আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। তবে এ নির্বাচনে মো. আবদুস সবুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত