Ajker Patrika

গোপালগঞ্জে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

জবি প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩৯
গোপালগঞ্জে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অমিতোষ হালদারের মরদেহ গোপালগঞ্জে তাঁর বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টায় তাঁর মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গোপালগঞ্জ জেলা পুলিশের এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

আমিতোষ হালদার গোপালগঞ্জ জেলার সদর থানার পাটিকেলবাড়ি ইউনিয়নের ভূপেন হালদারের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষককেরা।

পুলিশের ধারণা তিনি আত্মহত্যা করেছেন। বাড়িতে কয়েক পাতা সুইসাইড নোটও পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে একই ব্যাচের শিক্ষার্থী রাফসান জানি খান বলেন, ‘উনি আমাদের দুই বছরের সিনিয়র ছিলেন। বিভিন্ন সমস্যার কারণে তিনি পুনঃ ভর্তি হয়ে আমাদের সঙ্গে ছিলেন। তিনি দরকার ছাড়া আমাদের সঙ্গে কথা বলতেন না। সিনিয়র হওয়ায় আমরাও তেমন জোর করে সম্পর্ক করতে যেতাম না। আমাদের ধারণা, তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। খুবই অসাধারণ মানুষ ছিলেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ‘অমিতোষ হালদারের বিষয়ে আমি কিছুক্ষণ আগেই জেনেছি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত