নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর হাতিরঝিল এলাকায় বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বিলাসবহুল গাড়ির বিশেষ চেম্বারে লুকানো ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। অভিযানে বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক কারবারে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসান মারুফ জানান, গতকাল শুক্রবার (২১ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজনদের গাড়িটিকে প্রায় ৭ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিকভাবে গাড়িতে কিছু না পেলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পাদানির নিচে বিশেষভাবে ঝালাই করা চেম্বার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪) নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা, আল মামুন (৩২) শেরপুরের নালিতাবাড়ীর বাসিন্দা, ওমর ফারুক (৪৬) চট্টগ্রামের খুলশীর বাসিন্দা এবং তার স্ত্রী তানিয়া (৩২)।
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে বিলাসবহুল গাড়ির প্যানেলের নিচে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন বলে জানতে পেরেছে অধিদপ্তর।
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তদন্তে জানা গেছে, চক্রটি বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করত। তাদের অবৈধ উপার্জিত অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে খাটানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রাজধানীর হাতিরঝিল এলাকায় বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বিলাসবহুল গাড়ির বিশেষ চেম্বারে লুকানো ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। অভিযানে বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক কারবারে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসান মারুফ জানান, গতকাল শুক্রবার (২১ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজনদের গাড়িটিকে প্রায় ৭ কিলোমিটার ধাওয়া করে আটক করা হয়। প্রাথমিকভাবে গাড়িতে কিছু না পেলেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পাদানির নিচে বিশেষভাবে ঝালাই করা চেম্বার থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪) নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাসিন্দা, আল মামুন (৩২) শেরপুরের নালিতাবাড়ীর বাসিন্দা, ওমর ফারুক (৪৬) চট্টগ্রামের খুলশীর বাসিন্দা এবং তার স্ত্রী তানিয়া (৩২)।
অভিযুক্তরা দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে বিলাসবহুল গাড়ির প্যানেলের নিচে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন বলে জানতে পেরেছে অধিদপ্তর।
অধিদপ্তরের মহাপরিচালক বলেন, তদন্তে জানা গেছে, চক্রটি বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করত। তাদের অবৈধ উপার্জিত অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে খাটানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
৭ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
৩৫ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
৪০ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৪৩ মিনিট আগে