ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ের উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি আসন্ন সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. রমিজুর রহমান চৌধুরীর (রোমা) এক সমর্থককে লাঞ্ছিত করেছেন।
আজ শুক্রবার বিকেলে সূতিপাড়া ইউনিয়নের কালামপুর চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগামী ১৫ জুন নবম ধাপে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শুক্রবার বিকেলের দিকে স্বতন্ত্র প্রার্থী মো. রমিজুর রহমান চৌধুরীর (রোমা) সমর্থকেরা কালামপুর চৌরাপাড়া এলাকায় চশমা প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন। একই সময়ে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম রাজার পক্ষে প্রচারণায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন। হঠাৎ করেই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাদ্দাম হোসেনের কলার ধরে লাঞ্ছিত করেন তিনি।
ভুক্তভোগী সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা কালামপুর চৌরাপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী রোমা ভাইয়ের পক্ষে ভোট চাচ্ছিলাম। হঠাৎ করেই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন এসে আমার কলার ধরে। কি কারণে এমন করল কিছুই বুঝতে পারলাম না। আমরা একজনের জন্য ভোট চাইতেই পারি। তাই বলে কি এমন আচরণ করতে হবে?’
এ বিষয়ে সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রাজা বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই শুনিনি।’
উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রমিজুর রহমান চৌধুরী (রোমা) বলেন, ‘উপজেলা নির্বাচন অফিসে অভিযোগের প্রস্তুতি চলছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়শা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীর পক্ষে মন্ত্রী-এমপিসহ সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি প্রচারণা চালাতে পারেন না। একজন উপজেলা চেয়ারম্যান ইউপি নির্বাচনের প্রচারণায় যেতে পারেন না। কেউ যদি এ বিষয়ে অভিযোগ করেন তা হলে তা আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হবে।’
ঢাকার ধামরাইয়ের উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি আসন্ন সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. রমিজুর রহমান চৌধুরীর (রোমা) এক সমর্থককে লাঞ্ছিত করেছেন।
আজ শুক্রবার বিকেলে সূতিপাড়া ইউনিয়নের কালামপুর চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগামী ১৫ জুন নবম ধাপে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শুক্রবার বিকেলের দিকে স্বতন্ত্র প্রার্থী মো. রমিজুর রহমান চৌধুরীর (রোমা) সমর্থকেরা কালামপুর চৌরাপাড়া এলাকায় চশমা প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন। একই সময়ে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম রাজার পক্ষে প্রচারণায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন। হঠাৎ করেই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাদ্দাম হোসেনের কলার ধরে লাঞ্ছিত করেন তিনি।
ভুক্তভোগী সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা কালামপুর চৌরাপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী রোমা ভাইয়ের পক্ষে ভোট চাচ্ছিলাম। হঠাৎ করেই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন এসে আমার কলার ধরে। কি কারণে এমন করল কিছুই বুঝতে পারলাম না। আমরা একজনের জন্য ভোট চাইতেই পারি। তাই বলে কি এমন আচরণ করতে হবে?’
এ বিষয়ে সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রাজা বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই শুনিনি।’
উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রমিজুর রহমান চৌধুরী (রোমা) বলেন, ‘উপজেলা নির্বাচন অফিসে অভিযোগের প্রস্তুতি চলছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়শা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীর পক্ষে মন্ত্রী-এমপিসহ সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি প্রচারণা চালাতে পারেন না। একজন উপজেলা চেয়ারম্যান ইউপি নির্বাচনের প্রচারণায় যেতে পারেন না। কেউ যদি এ বিষয়ে অভিযোগ করেন তা হলে তা আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হবে।’
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে তেলবাহী খালি একটি ট্রেন ঘোরানোর সময় চালকের ভুলে লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ মে) বেলা দেড়টায় শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
১০ মিনিট আগেহবিগঞ্জ সীমান্তে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের ভারতের পুশ ইন করার ঘটনার পরিপ্রেক্ষিতে এমন অবস্থান নিয়েছে বিজিবি। প্রায় ১০৩ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত এলাকায় এখনো কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবে ভবিষ্যৎ অনাকাঙ্ক্ষিত পর
১১ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে কাজলী বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কাজলী বেগম ওই এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
১৮ মিনিট আগেখুলনায় বিদ্যুতায়িত হয়ে আমিরুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ মে) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর লবণচরা থানার বুড়ো মৌলভীর দরগা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক কয়রা উপজেলার বামিয়া গ্রামের বাসিন্দা ফজলু হাওলাদারের ছেলে। তিনি ওই এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
২২ মিনিট আগে