ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ের উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি আসন্ন সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. রমিজুর রহমান চৌধুরীর (রোমা) এক সমর্থককে লাঞ্ছিত করেছেন।
আজ শুক্রবার বিকেলে সূতিপাড়া ইউনিয়নের কালামপুর চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগামী ১৫ জুন নবম ধাপে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শুক্রবার বিকেলের দিকে স্বতন্ত্র প্রার্থী মো. রমিজুর রহমান চৌধুরীর (রোমা) সমর্থকেরা কালামপুর চৌরাপাড়া এলাকায় চশমা প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন। একই সময়ে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম রাজার পক্ষে প্রচারণায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন। হঠাৎ করেই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাদ্দাম হোসেনের কলার ধরে লাঞ্ছিত করেন তিনি।
ভুক্তভোগী সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা কালামপুর চৌরাপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী রোমা ভাইয়ের পক্ষে ভোট চাচ্ছিলাম। হঠাৎ করেই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন এসে আমার কলার ধরে। কি কারণে এমন করল কিছুই বুঝতে পারলাম না। আমরা একজনের জন্য ভোট চাইতেই পারি। তাই বলে কি এমন আচরণ করতে হবে?’
এ বিষয়ে সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রাজা বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই শুনিনি।’
উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রমিজুর রহমান চৌধুরী (রোমা) বলেন, ‘উপজেলা নির্বাচন অফিসে অভিযোগের প্রস্তুতি চলছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়শা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীর পক্ষে মন্ত্রী-এমপিসহ সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি প্রচারণা চালাতে পারেন না। একজন উপজেলা চেয়ারম্যান ইউপি নির্বাচনের প্রচারণায় যেতে পারেন না। কেউ যদি এ বিষয়ে অভিযোগ করেন তা হলে তা আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হবে।’
ঢাকার ধামরাইয়ের উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি আসন্ন সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. রমিজুর রহমান চৌধুরীর (রোমা) এক সমর্থককে লাঞ্ছিত করেছেন।
আজ শুক্রবার বিকেলে সূতিপাড়া ইউনিয়নের কালামপুর চৌরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগামী ১৫ জুন নবম ধাপে সূতিপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ শুক্রবার বিকেলের দিকে স্বতন্ত্র প্রার্থী মো. রমিজুর রহমান চৌধুরীর (রোমা) সমর্থকেরা কালামপুর চৌরাপাড়া এলাকায় চশমা প্রতীকের প্রচারণা চালাচ্ছিলেন। একই সময়ে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম রাজার পক্ষে প্রচারণায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন। হঠাৎ করেই স্বতন্ত্র প্রার্থীর সমর্থক সাদ্দাম হোসেনের কলার ধরে লাঞ্ছিত করেন তিনি।
ভুক্তভোগী সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা কালামপুর চৌরাপাড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী রোমা ভাইয়ের পক্ষে ভোট চাচ্ছিলাম। হঠাৎ করেই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন এসে আমার কলার ধরে। কি কারণে এমন করল কিছুই বুঝতে পারলাম না। আমরা একজনের জন্য ভোট চাইতেই পারি। তাই বলে কি এমন আচরণ করতে হবে?’
এ বিষয়ে সূতিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রাজা বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই শুনিনি।’
উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রমিজুর রহমান চৌধুরী (রোমা) বলেন, ‘উপজেলা নির্বাচন অফিসে অভিযোগের প্রস্তুতি চলছে।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা আয়শা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীর পক্ষে মন্ত্রী-এমপিসহ সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি প্রচারণা চালাতে পারেন না। একজন উপজেলা চেয়ারম্যান ইউপি নির্বাচনের প্রচারণায় যেতে পারেন না। কেউ যদি এ বিষয়ে অভিযোগ করেন তা হলে তা আচরণবিধি লঙ্ঘন বলে গণ্য হবে।’
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৮ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৮ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৭ মিনিট আগে