Ajker Patrika

পোষাপাখি আমদানি: কাশভি এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পোষাপাখি আমদানি: কাশভি এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল

অনাপত্তি বহির্ভূত ৩১ পাখি আমদানি এবং কাগজপত্রবিহীন ৬৫ পোষাপাখি খামারে পালনের অভিযোগে কাশভি এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আদেশের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আজ বুধবার স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তিনি জানান, সাইপ্রাস থেকে এনওসি বহির্ভূত পাখি আমদানি এবং ৬৫ পোষাপাখি সম্পর্কে তথ্য জানাতে না পারায় পোষাপাখি লালন পালন খামার লাইসেন্স ও পজেশন সার্টিফিকেট বাতিল করা হয়। 

এর বিরুদ্ধে ২২ নভেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব বরাবর আপিল করেন কাশভি এন্টারপ্রাইজের মালিক কিশোর মিত্র ওঝা।  

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান, আইন অনুসারে আপিল নিষ্পত্তির জন্য ৩০ দিন সময় রয়েছে। কিন্তু সেই সময় শেষ হওয়ার আগেই মালিকপক্ষ হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ১৩ ডিসেম্বর রুল জারি করে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত ছয় মাসের স্থগিত করেন। 

এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করেন। ফলে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত