Ajker Patrika

নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২২, ১৪: ২৪
নাজমুল হুদার বিরুদ্ধে দুদকের মামলা চলবে

মিথ্যা তথ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে মামলা করেছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। এরপর দুর্নীতি দমন কমিশন তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা করে। দুদকের করা ওই পাল্টা মামলা বাতিল চেয়ে আবেদন করেছিলেন নাজমুল হুদা, যা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে নিম্ন আদালতকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বলা হয়। আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেন।

শুনানিতে আদালত বলেন, এইভাবে মামলা করলে সুপ্রিম কোর্ট থাকবে না। সুপ্রিম কোর্টকে রক্ষা করা সবার দায়িত্ব। সবাইকে আদালতের এই ইমেজ রক্ষা করতে হবে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর নাজমুল হুদার পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

আমিন উদ্দিন মানিক জানান, ঘুষ গ্রহণের অভিযোগে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলা করেন। পরে দুদকের তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। এরপর মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে উল্টো নাজমুল হুদার নামে ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি মামলা করে দুদক।

অভিযোগে বলা হয়, আসামি নাজমুল হুদা মিথ্যা জেনেও বিজ্ঞ আদালত ও সাবেক প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য মামলা করেছিলেন। সেই সঙ্গে তাঁর নিজের নামে থাকা ২০০৮ সালের মামলাটি প্রশ্নবিদ্ধ করার হীন মানসে মিথ্যা ঘটনার সৃষ্টি করে ওই মামলা করেছেন মর্মে দুদকের তদন্তে উঠে আসে।

গত বছর নাজমুল হুদাকে অভিযুক্ত করে দুদক চার্জশিট দাখিল করে। চলতি বছরের ৬ এপ্রিল ঢাকার বিশেষ জজ আদালত এ মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত