টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বহুতল ভবন দখল করে পাগলের আশ্রম বানানো তরুণী মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জোয়াহেরুলের স্ত্রী রওশন আরা খানের করা মামলায় আজ সোমবার ভোররাতে মারিয়ামকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহমেদ আজকের পত্রিকা'কে বিষয়টি নিশ্চিত করেছেন।
সমন্বয়ক পরিচয় দেওয়া মারিয়াম ভবনটি দখলের অভিযোগে গতকাল রোববার রাতে আটকের পর সদর থানায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মারইয়াম গত শনিবার জোয়াহেরুলের ভবনের তালা ভেঙে ১৭ জন ‘পাগল’ নিয়ে সেখানে প্রবেশ করেন। এ দখলের ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ওই দিন রাতেই যৌথ বাহিনীর অভিযানে বাড়িটি দখলমুক্ত করা হয়।
জোয়াহেরুলের স্ত্রী রওশন আরা মামলায় অভিযোগ করেন, পাঁচতলা ভবনটির ফটকের ছয়টি তালা ভেঙে আসামি মারইয়ামসহ অজ্ঞাতনামা ৮-৯ জন নগদ ৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নেন। এ ছাড়া বাড়ির আসবাব ভাঙচুর করে ৫০ লাখ টাকার ক্ষতি করেন। পরে ভবনে পূর্বপরিকল্পিতভাবে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখেন।
আরও অভিযোগ করা হয়, আসামি মারইয়াম বাদীপক্ষের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং না দিলে বাড়ি ভেঙে পুড়িয়ে দেবেন বলে হুমকি দেন।
মারইয়াম বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের দোহার জশিহাটী গ্রামের বাসিন্দা। তিনি টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।
সদর থানার ওসি তানবীর বলেন, আকুরটাকুরপাড়া ছোট কালিবাড়ি এলাকার রওশন আরা বাদী হয়ে মামলা করার পর মারিয়ামকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান।
আরও খবর পড়ুন:
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বহুতল ভবন দখল করে পাগলের আশ্রম বানানো তরুণী মারিয়াম মুকাদ্দাস মিষ্টিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জোয়াহেরুলের স্ত্রী রওশন আরা খানের করা মামলায় আজ সোমবার ভোররাতে মারিয়ামকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহমেদ আজকের পত্রিকা'কে বিষয়টি নিশ্চিত করেছেন।
সমন্বয়ক পরিচয় দেওয়া মারিয়াম ভবনটি দখলের অভিযোগে গতকাল রোববার রাতে আটকের পর সদর থানায় মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মারইয়াম গত শনিবার জোয়াহেরুলের ভবনের তালা ভেঙে ১৭ জন ‘পাগল’ নিয়ে সেখানে প্রবেশ করেন। এ দখলের ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ওই দিন রাতেই যৌথ বাহিনীর অভিযানে বাড়িটি দখলমুক্ত করা হয়।
জোয়াহেরুলের স্ত্রী রওশন আরা মামলায় অভিযোগ করেন, পাঁচতলা ভবনটির ফটকের ছয়টি তালা ভেঙে আসামি মারইয়ামসহ অজ্ঞাতনামা ৮-৯ জন নগদ ৫ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নেন। এ ছাড়া বাড়ির আসবাব ভাঙচুর করে ৫০ লাখ টাকার ক্ষতি করেন। পরে ভবনে পূর্বপরিকল্পিতভাবে ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখেন।
আরও অভিযোগ করা হয়, আসামি মারইয়াম বাদীপক্ষের কাছে ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন এবং না দিলে বাড়ি ভেঙে পুড়িয়ে দেবেন বলে হুমকি দেন।
মারইয়াম বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের দোহার জশিহাটী গ্রামের বাসিন্দা। তিনি টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন।
সদর থানার ওসি তানবীর বলেন, আকুরটাকুরপাড়া ছোট কালিবাড়ি এলাকার রওশন আরা বাদী হয়ে মামলা করার পর মারিয়ামকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান।
আরও খবর পড়ুন:
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৪ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৪ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১০ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৩ মিনিট আগে