Ajker Patrika

বেতন বৃদ্ধির দাবিতে আজও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, কারখানা ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১৪: ০১
বেতন বৃদ্ধির দাবিতে আজও গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, কারখানা ভাঙচুর

মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় নবম দিনের মতো বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার বিক্ষোভ চলাকালে ওই এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রুয়া ফ্যাশন নামের একটি কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। 

সকাল ৯টার দিকে শ্রমিকেরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে। পরে কারখানা ভাঙচুর করায় নিরাপত্তা বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ বুধবারের জন্য ছুটি ঘোষণা করে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুয়া ফ্যাশন গার্মেন্টসের কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কারখানায় ভাঙচুর করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় অবরোধ তৈরি করলে শিল্প পুলিশ শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ করে। তাঁরা মহাসড়কে অবস্থান অব্যাহত রাখেন। শিল্প পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করলে যান চলাচল স্বাভাবিক হয়। 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকেরা উত্তেজিত হয়ে ভোগড়া এলাকায় একটি কারখানায় ভাঙচুর চালান এবং পরে মহাসড়কে অবস্থান নেন। আমরা প্রথমে তাঁদের অনুরোধ করে মহাসড়ক থেকে সরিয়ে দিতে চাইলেও তাঁরা না মানায় সাউন্ড গ্রেনেড ব্যবহার করে সরিয়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত