Ajker Patrika

ধর্মীয় উস্কানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে র‍্যাব হেফাজতে অধ্যাপক রুমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধর্মীয় উস্কানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে র‍্যাব হেফাজতে অধ্যাপক রুমা

রাজধানী পল্লবীর 'সাহিনুদ্দীন' হত্যাকাণ্ডের নৃশংস ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালীর 'যতন সাহা' হত্যাকাণ্ড বলে অপপ্রচার চালানোর অভিযোগে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। 

আজ বুধবার দুপুরে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে রাজধানীর বেইলি রোডের বাসা থেকে রুমা সরকারকে নিয়ে এসেছে র‍্যাব। 

কমান্ডার খন্দকার মঈন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে তিনি (রুমা সরকার) একটি ভিডিও ভাইরাল করেন। সেই ভিডিওটি অনেক আগের এবং সম্প্রতি কোনো ঘটনার সঙ্গে মিল নেই। এছাড়াও তিনি ফেসবুক লাইভে এসে উস্কানিমূলক তথ্য ছড়িয়েছেন বলে দাবি র‍্যাবের কর্মকর্তার। তিনি জানান, তাঁর এই ভিডিওর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে বলে আশঙ্কা ছিল। এ জন্য তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। যথাযথ আইন মেনে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা এনেছি। 

এ বিষয়ে মামলা হবে কি না জানতে চাইলে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মামলা হবে কি-না এখনই বলা যাচ্ছে না। পরবর্তীতে আইনি প্রক্রিয়া মেনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত