Ajker Patrika

‘প্রশিক্ষিত ও মাদকমুক্ত চালক পারে নিরাপদ সড়ক ও যাত্রা নিশ্চিত করতে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘প্রশিক্ষিত ও মাদকমুক্ত চালক পারে নিরাপদ সড়ক ও যাত্রা নিশ্চিত করতে’

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেছেন, প্রশিক্ষিত ও মাদকমুক্ত চালক পারে নিরাপদ সড়ক ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে। আন্তর্জাতিক যুব দিবস ২০২২ উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং ঢাকা আহছানিয়া মিশন ইয়ুথ ফর হেল্থ অ্যান্ড ওয়েলবিং এর যৌথ আয়োজনে চালকদের বিনা মূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং মাদক ব্যবহারের ক্ষতি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

আজ সোমবার খিলক্ষেত জোয়ারসাহারা বাস ডিপো ও ট্রেনিং সেন্টারে এই কার্যক্রমের শুভ সূচনা হয়।

বিআরটিএর চেয়ারম্যান বলেন, আমাদের দেশের চালকেরা তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয়। বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে চোখের সমস্যা নিয়ে তারা গাড়ি চালিয়ে থাকে। এবং এটি সড়ক দুর্ঘটনার একটি অন্যতম কারণ। গাড়ি চালকদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগিতায় আজকের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ও মাদক ব্যবহারের ক্ষতি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে করে চালকেরা সচেতন হবে বলে আমি মনে করি। 
  
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ, বিআরটিএ’র পরিচালক (রোড সেইফটি) মো. মাহবুব-ই-রাব্বানী, বিআরটিএ’র পরিচালক (প্রশিক্ষণ) মো. সিরাজুল ইসলামসহ বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। 

অনুষ্ঠানে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ বলেন, স্বাস্থ্য সুরক্ষায় মাদক সেবন থেকে বিরত থাকার বিষয়ে আলোকপাত করেন। মাদক ব্যবহারের কুফলতা নিয়ে বিশেষ করে স্বাস্থ্যক্ষতি ও সড়ক দুর্ঘটনার বিষয়ে চালকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান। 

উক্ত বিনা মূল্যে স্বাস্থ্য পরিক্ষা এবং মাদক ব্যবহারের ক্ষতি সংক্রান্ত প্রশিক্ষণে দেড় শত চালক অংশগ্রহণ করেন। উপস্থিত সকল চালকদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রমটি পরিচালনার জন্য সার্বিকভাবে সহযোগিতা প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আরবান প্রাইমারি হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্প মিরপুর শাখা। 

উল্লেখ্য, আন্তর্জাতিক যুব দিবস ২০২২ উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং এই কর্মসূচির আয়োজন করে। এই বছরের যুবক দিবসের প্রতিপাদ্য হলো ‘আন্তঃপ্রজন্ম সংহতি: সমস্ত বয়সের জন্য একটি বিশ্ব তৈরি করা’। প্রতিপাদ্যকে সামনে রেখে ডাম ইয়ুথ ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

৬১৫ কোটি টাকা আত্মসাৎ: এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম মজুমদারসহ ৩০ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

আক্কেলপুরে ‘একঘরে’ করে রাখা দিনমজুরকে মারধর, থানায় মামলা

‘কথিত আওয়ামী লীগ সদস্যদের’ বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়ে ভারত অবহিত নয়: মুখপাত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত