গোপালগঞ্জ প্রতিনিধি
এসএসসি ও সমমানের পরীক্ষায় গোপালগঞ্জের দাখিল পরীক্ষার্থী মায়ের স্থলে মেয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছে। পরে প্রক্সি ওই পরীক্ষার্থীকে (১৩) ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সচিব হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আতিয়ার রাসুল হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, পরীক্ষা হলে প্রবেশের সময় এডমিট কার্ডের ছবি সাদাকালো হওয়ায় সন্দেহ হয় পরীক্ষা কেন্দ্রের শিক্ষক কানিজ রাফেজার। বিষয়টি ওই শিক্ষক কেন্দ্র সচিবকে জানান। পরে তিনি ওই পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানকে জানান বিষয়টি।
প্রশ্ন বিতরণের আগেই সবাই গিয়ে প্রক্সির বিষয়টি নিশ্চিত হতে পারেননি। পরবর্তী সময় বোর্ডের ওয়েবসাইট থেকে রঙিন এডমিট কার্ড প্রিন্ট দেওয়া হয়। সেখানে দেখা যায় ওয়েবসাইটের শিক্ষার্থীর সঙ্গে এডমিটের ছবির সঙ্গে মিল রয়েছে। কিন্তু পরীক্ষার্থীর সঙ্গে ছবির অমিল পাওয়া যায়। এর মধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরীক্ষা কেন্দ্রে হাজির হয়। এ ঘটনায় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাসেল মুন্সীকে বিষয়টি জানায় কেন্দ্র কর্তৃপক্ষ। তবে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিচারকার্য শুরুর আগেই ওই শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক কানিজ রাফেজার কাছে স্বীকার মায়ের পরীক্ষা সে দিচ্ছে। এরপর ভ্রাম্যমাণ আদালতে ওই শিক্ষার্থীকে ১ লাখ টাকা জরিমানা করে।
ওই পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, পরীক্ষা শুরুর পর সদর উপজেলার হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের একটি কক্ষে এক পরীক্ষার্থীকে নিয়ে সন্দেহের কথা জানায় কেন্দ্র সচিব। ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বেরিয়ে আসে মূল রহস্য। দেখা যায়, গোপালগঞ্জ শহরের মহিলা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীর (দাখিল পরীক্ষার্থী) স্থলে তার মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাসেল মুন্সী জানান, দাখিল পরীক্ষার্থী মায়ের স্থলে মেয়ে পরীক্ষা দেওয়ার ওই পরীক্ষার্থীকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০,৩ (ক) ধারায় ১ লাখ টাকা জরিমানা করে টাকা আদায় করা হয়।
এসএসসি ও সমমানের পরীক্ষায় গোপালগঞ্জের দাখিল পরীক্ষার্থী মায়ের স্থলে মেয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়েছে। পরে প্রক্সি ওই পরীক্ষার্থীকে (১৩) ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্র সচিব হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আতিয়ার রাসুল হিমেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, পরীক্ষা হলে প্রবেশের সময় এডমিট কার্ডের ছবি সাদাকালো হওয়ায় সন্দেহ হয় পরীক্ষা কেন্দ্রের শিক্ষক কানিজ রাফেজার। বিষয়টি ওই শিক্ষক কেন্দ্র সচিবকে জানান। পরে তিনি ওই পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানকে জানান বিষয়টি।
প্রশ্ন বিতরণের আগেই সবাই গিয়ে প্রক্সির বিষয়টি নিশ্চিত হতে পারেননি। পরবর্তী সময় বোর্ডের ওয়েবসাইট থেকে রঙিন এডমিট কার্ড প্রিন্ট দেওয়া হয়। সেখানে দেখা যায় ওয়েবসাইটের শিক্ষার্থীর সঙ্গে এডমিটের ছবির সঙ্গে মিল রয়েছে। কিন্তু পরীক্ষার্থীর সঙ্গে ছবির অমিল পাওয়া যায়। এর মধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরীক্ষা কেন্দ্রে হাজির হয়। এ ঘটনায় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাসেল মুন্সীকে বিষয়টি জানায় কেন্দ্র কর্তৃপক্ষ। তবে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিচারকার্য শুরুর আগেই ওই শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত শিক্ষক কানিজ রাফেজার কাছে স্বীকার মায়ের পরীক্ষা সে দিচ্ছে। এরপর ভ্রাম্যমাণ আদালতে ওই শিক্ষার্থীকে ১ লাখ টাকা জরিমানা করে।
ওই পরীক্ষা কেন্দ্রের ট্যাগ অফিসার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, পরীক্ষা শুরুর পর সদর উপজেলার হরিদাসপুর রয়েল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের একটি কক্ষে এক পরীক্ষার্থীকে নিয়ে সন্দেহের কথা জানায় কেন্দ্র সচিব। ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বেরিয়ে আসে মূল রহস্য। দেখা যায়, গোপালগঞ্জ শহরের মহিলা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীর (দাখিল পরীক্ষার্থী) স্থলে তার মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাসেল মুন্সী জানান, দাখিল পরীক্ষার্থী মায়ের স্থলে মেয়ে পরীক্ষা দেওয়ার ওই পরীক্ষার্থীকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০,৩ (ক) ধারায় ১ লাখ টাকা জরিমানা করে টাকা আদায় করা হয়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
২ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৫ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৪ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৫ মিনিট আগে